সঞ্জিত ঘোষ, নদিয়া: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর রেশ কাটেনি। তার আগেই ‘ব়্যাগিং’য়ের অভিযোগে উত্তাল শিক্ষাঙ্গণ। কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের ছোট পড়ুয়াদের ব়্যাগিংয়ের অভিযোগ। অভিযুক্ত দ্বাদশ শ্রেণির ৫ ছাত্র। তাদের স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে।
ঘটনার সূত্রপাত শিক্ষক দিবসে। অভিযোগ, ওইদিন দ্বাদশ শ্রেণির পাঁচ ছাত্র ক্লাসেই ধূমপান করে। তারা আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলে আসে বলেও অভিযোগ। এমনকী জোর করে ছোট ছোট পড়ুয়াদের পোশাক খুলে নেওয়া হয়। বাড়িতে গিয়ে পড়ুয়ারা গোটা বিষয়টি জানায়। এরপর অভিভাবকরা স্কুলে জড়ো হন। লিখিত অভিযোগ জানান তাঁরা।
[আরও পড়ুন: ‘মিথ্যা কথা বলছেন’, রেজিস্ট্রারদের সঙ্গে বৈঠকের পর রাজ্যপালকে ফের কটাক্ষ ব্রাত্যর]
প্রধানশিক্ষক সমস্ত শিক্ষকদের নিয়ে বৈঠকে বসেন। ওই বৈঠকের পর ওই পাঁচ ছাত্রকেও জিজ্ঞাসাবাদ করা হয়। প্রধানশিক্ষক জানান, নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নিয়েছে তারা। আর তারপরই কঠোর পদক্ষেপ নেওয়া হয়। স্কুলের পরিবেশ যাতে কোনওভাবে নষ্ট না হয়, তাই ওই পাঁচ ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতে আর কেউ এমন অপরাধমূলক কাজ করলে, তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেই জানায় স্কুল কর্তৃপক্ষ।
দেখুন ভিডিও: