shono
Advertisement

‘দেশের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে জেএনইউ’, প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যে বিতর্ক

পালটা তোপ বাম ছাত্র সংসদের৷ The post ‘দেশের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে জেএনইউ’, প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যে বিতর্ক appeared first on Sangbad Pratidin.
Posted: 08:58 AM Sep 19, 2018Updated: 11:35 AM Sep 19, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৬-তে যে বিতর্কের সূত্রপাত হয়, বছর দুই পরেও তা সমান ভাবে বর্তমান৷ কানহাইয়া কুমারকে কেন্দ্র করে সংবাদ শিরোনামে উঠে আসে যে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, ছাত্র সংসদের নির্বাচন ঘিরে আরও একবার বিতর্কের কেন্দ্রে সেই জেএনইউ ৷ আর এবার বিতর্ক উসকে দিলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ৷ সরাসরি অভিযোগ করলেন, জেএনইউ-তে ‘ভারত বিরোধী’দের আখড়া তৈরি হয়েছে৷ দেশের বিরুদ্ধেই তাঁরা যুদ্ধ ঘোষণা করেছে৷ প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্যই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে জেএনইউ ইস্যুতে৷ রাফালে যুদ্ধবিমান কেনাবেচায় দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করে নির্মলার বিরুদ্ধে সরব হয়েছে বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র সংগঠনগুলি৷

Advertisement

[মুসলমানদের নিয়েই হবে হিন্দু রাষ্ট্র, সংঘের মঞ্চে ঘোষণা মোহন ভাগবতের]

গত কয়েক বছর ধরে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে যে বিতর্ক চলছে, তা নিয়ে হতাশা প্রকাশ করেন জেএনইউ-এর প্রাক্তন পড়ুয়া তথা বর্তমান প্রতিরক্ষামন্ত্রী৷ তিনি বলেন, মতাদর্শগতভাবে বিভেদ থাকতেই পারে, তবে দেশ-বিরোধী কাজ কখনই সমর্থণযোগ্য নয়৷ এরপরেই সরাসরি টেনে আনেন ওই বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনের প্রসঙ্গ৷ রাখঢাক না করেই নির্মলা সীতারমণ বলেন, বাম-মনস্ক ছাত্র সংগঠনগুলি যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তা তাঁদের নির্বাচনী প্রচারপত্র থেকেই প্রমাণিত৷ এরাই ছাত্র সংসদ নির্বাচনে লড়েছে৷ এরাই আবার ছাত্র প্রতিনিধি হয়ে কাজ করবে৷ প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যের পরেই, দানা বেঁধেছে জেএনইউ বিতর্ক৷ কেন্দ্রের বিরুদ্ধে পালটা তোপ দেগেছে বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র সংগঠনগুলি৷ রাফালে যুদ্ধবিমান নিয়ে প্রতিরক্ষামন্ত্রীর সমালোচনা করেছেন জেএনইউ ছাত্র সংসদের সভাপতি এন সাই বালাজি৷ নির্মলা সীতারমণকে প্রশ্ন করেন তিনি৷ জানতে চান, রাফালে যুদ্ধবিমান চুক্তি নিয়ে কেন বিস্তারিতভাবে সকলের প্রশ্নের উত্তর দিচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী?

[এক ক্লিকেই হাতে মিলবে ‘নমো’র শার্ট, ঘড়ি ও টুপি]

টানটান লড়াইয়ের পর গত রবিবার দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের ফলাফল ঘোষণা হয়৷ সংসদে নিজেদের ক্ষমতা ধরে রাখে বামপন্থী ছাত্র সংগঠনগুলি। চারটি শীর্ষ আসনই তাঁদের দখলে যায়। দিল্লি বিশ্ববিদ্যালয়ে বিপুল সাফল্যের পর জেএনইউ-তেও জয় পাওয়ার বিষয়ে আশাবাদী ছিল গেরুয়াপন্থী ছাত্র সংগঠন এবিভিপি৷ কিন্তু ফলাফল ঘোষণার পর আশাহত হতে হয় তাঁদের৷

The post ‘দেশের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে জেএনইউ’, প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যে বিতর্ক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement