সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লকডাউনের জেরে গৃহবন্দি অবস্থায় হাতে প্রচুর সময়। এই সুযোগে বরং কিছু চাকরির আবেদন করে ফেলুন। আপনি কি স্নাতক? তবে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। কারণ, দার্জিলিংয়ে রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আপাতত এক বছরের চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। আবেদনের শেষ দিন আগামী সতেরোই এপ্রিল।
হিসাবরক্ষক
শিক্ষাগত যোগ্যতা:
বাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতক এবং আবেদনকারীর কম্পিউটারে এম এস অফিস সম্পর্কে জ্ঞান থাকা বাঞ্ছনীয়।
অভিজ্ঞতা:
একই বিভাগে চাকরির কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থীরা প্রতি মাসে পনেরো হাজার টাকা বেতন পাবেন।
ডেটা এন্ট্রি অপারেটর
শিক্ষাগত যোগ্যতা:
ন্যূনতম স্নাতক এবং আবেদনকারীর কম্পিউটারে এম এস অফিস সম্পর্কে জ্ঞান থাকা বাঞ্ছনীয়।
অভিজ্ঞতা:
একই বিভাগে চাকরির কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থীরা প্রতি মাসে এগারো হাজার টাকা বেতন পাবেন।
[আরও পড়ুন: ইন্ডিয়ান অয়েলে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন করবেন নাকি?]
আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম আঠারো থেকে চল্লিশ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
আবেদনের পদ্ধতি:
আবেদনকারীদের নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। দার্জিলিংয়ের জেলাশাসকের দপ্তরের লেবং কার্ট রোডের দপ্তরে আবেদনপত্র পাঠাতে হবে।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
লিখিত পরীক্ষা, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এবং স্নাতক স্তরে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে।
আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য //www.darjeeling.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।
[আরও পড়ুন: আপনি কি স্নাতক? ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে ভুলবেন না]
The post বাড়িতে বসে করুন রূপশ্রী প্রকল্পে চাকরির আবেদন, জেনে নিন পদ্ধতি appeared first on Sangbad Pratidin.