অরিজিৎ গুপ্ত, হাওড়া: সাঁতরাগাছিতে (Santragachi) একটি ফ্ল্যাটে চলল গুলি। এস কে বেহরা নামে এক রেলকর্মীর ওই ফ্ল্যাটে বাস করেন। শুক্রবার সকাল সাতটা নাগাদ দু’রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। যদিও গুলি চালানোর ঘটনায় কেউ জখম হয়নি। তবে আবাসনে ছড়িয়েছে আতঙ্ক। কে বা কারা গুলি চালাল, তা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে ২-৩ জন দুষ্কৃতী বাইকে চড়ে রেলকর্মীর আবাসনের সামনে আসে। কিছু বুঝে ওঠার আগেই দু’রাউন্ড গুলি চালায় তারা। সকাল সাতটা নাগাদ আচমকা গুলির শব্দে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন সকলে। তড়িঘড়ি বাড়ির বাইরে বেরিয়ে আসেন তাঁরা। তবে ততক্ষণে এলাকা ছাড়ে দুষ্কৃতীরা। এলাকাবাসীর দাবি, আগে কখনও সাঁতরাগাছিতে আবাসনে গুলি চলার কাণ্ড শোনা যায়নি। এদিন এই ঘটনার সাক্ষী হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রায় প্রত্যেকেই। ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ এস কে বেহারা নামে ওই রেলকর্মীর সঙ্গে কথা বলেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রেলের বরাত সংক্রান্ত অশান্তির জেরে গুলি চলেছে। যদিও এ বিষয়ে এখনও সিলমোহর দেননি তদন্তকারীরা। কে বা কারা গুলি চালাল, তা খতিয়ে দেখা হচ্ছে।
[আরও পড়ুন: একটানা প্রবল বৃষ্টিতে কার্শিয়াংয়ে জাতীয় সড়কে ধস, বিচ্ছিন্ন শিলিগুড়ি ও দার্জিলিং]
সম্প্রতি সাপুরজির আবাসনে ভরদুপুরবেলা আন্তর্জাতিক দুই মাদক পাচারকারীর সঙ্গে রাজ্য এসটিএফ কমান্ডোদের গুলির লড়াই হয়। নিকেশ হয় দুই দুষ্কৃতী। সেই ঘটনা নিয়ে জলঘোলা কম হয়নি। আবাসনগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সাঁতরাগাছির আবাসনে গুলি চলার ঘটনায় আরও একবার বড়সড় প্রশ্নচিহ্নের মুখে আবাসনের নিরাপত্তা।