shono
Advertisement
England cricketer

ভারতীয় দলে খেলেছেন বাবা, ইংল্যান্ডের জার্সি গায়ে টেস্ট ম্যাচে নামলেন ছেলে!

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট খেলছে ইংল্যান্ড।
Published By: Anwesha AdhikaryPosted: 04:46 PM Aug 22, 2024Updated: 04:47 PM Aug 22, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবা খেলেছেন ভারতের জার্সিতে। এবার ইংল্যান্ডের হয়ে টেস্টে নামতে দেখা গেল ছেলেকে। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ইংল্যান্ডের ম্যাচে পরিবর্ত হিসাবে নামেন হ্যারি সিং। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের ছেলে ইংল্যান্ডের জার্সি গায়ে মাঠে নামছেন, এই খবর হুহু করে ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।

Advertisement

হ্যারির বাবা আর পি সিং সিনিয়র ১৯৮০র দশকে ভারতীয় দলের সদস্য ছিলেন। ভারতীয় দলের জার্সিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি ওয়ানডেও খেলেন এই বাঁহাতি ফাস্ট বোলার। তবে ঘরোয়া ক্রিকেটে তিনি মোট ৫৯টি ম্যাচ খেলেছেন। পেয়েছেন ১৫০ উইকেট। ১৯৯১ সালে দলীপ ট্রফি খেলে ক্রিকেট থেকে অবসর নেন। তার পরে ইংল্যান্ডে পাড়ি দেন আর পি সিং। ল্যাঙ্কাশায়ার কাউন্টিতে কোচিং শুরু করেন।

[আরও পড়ুন: সামনের বছর ইংল্যান্ডে নতুন চ্যালেঞ্জ রোহিতদের, ঘোষিত ভারতের টেস্ট সিরিজের সূচি

ওই ক্লাব থেকেই ক্রিকেটার হওয়ার যাত্রা শুরু হ্যারির। চলতি বছরের শুরুতেই ল্যাঙ্কাশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর অভিষেক হয়। আপাতত সাতটি ম্যাচ খেলেছেন ২০ বছর বয়সি ক্রিকেটার। তবে তারও আগে জাতীয় দলের অনূর্ধ্ব-১৯ স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন হ্যারি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে ইংল্যান্ডের সিরিজ ছিল। সেই দলে রাখা হয়েছিল হ্যারিকে। তবে ইংল্যান্ডের প্রথম শ্রেণির ক্রিকেটে এখনও সেভাবে নজরকাড়া পারফরম্যান্স করতে পারেননি।

কিন্তু টেস্ট দলে ইতিমধ্যেই ডাক পেয়েছেন হ্যারি। বৃহস্পতিবার তাঁকে টেস্ট দলের জার্সি পরে মাঠে নেমে পড়তেও দেখা গেল। তবে প্রথম একাদশে নয়, পরিবর্ত হিসাবে মাঠে নামেন হ্যারি। টসে জিতে প্রথমে বল করতে নামে ইংল্যান্ড। ৩৭ ওভারে মাঠ ছেড়ে বেরিয়ে যান হ্যারি ব্রুক। তাঁর পরিবর্তেই মাঠে নামেন হ্যারি সিং।

[আরও পড়ুন: আফগান ক্রিকেটে ফের ভারতীয় যোগ, এবার রশিদদের দায়িত্বে ভারতের প্রাক্তন ফিল্ডিং কোচ শ্রীধর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হ্যারির বাবা আর পি সিং সিনিয়র ১৯৮০র দশকে ভারতীয় দলের সদস্য ছিলেন।
  • চলতি বছরের শুরুতেই ল্যাঙ্কাশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর অভিষেক হয়।
  • ৩৭ ওভারে মাঠ ছেড়ে বেরিয়ে যান হ্যারি ব্রুক। তাঁর পরিবর্তেই মাঠে নামেন হ্যারি সিং।
Advertisement