shono
Advertisement
Sonakshi Sinha

বিয়ের দুমাসের মধ্যেই ফ্ল্যাট বেচার বিজ্ঞাপন! হল কী সোনাক্ষীর?

এই ফ্ল্যাটেই তো জাহির-সোনাক্ষীর বিয়ে হয়েছিল। কত দামে বিক্রি করছেন নায়িকা?
Published By: Suparna MajumderPosted: 11:06 AM Aug 21, 2024Updated: 04:10 PM Aug 21, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৩ জুন বিয়ের সুখস্মৃতি এখনও টাটকা। এর মধ্যেই নিজের ফ্ল্যাট বিক্রি করে দিচ্ছেন সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha)। এতেই চিন্তিত অভিনেত্রীর অনুরাগীরা। যে ফ্ল্যাটে জাহির ইকবালের সঙ্গে বিয়ের একগুচ্ছ স্মৃতি। সেই ফ্ল্যাট আচমকা কেন বিক্রি করে দিচ্ছেন নায়িকা? এই প্রশ্ন তাঁদের মনে।

Advertisement

ছবি : ইনস্টাগ্রাম

নিজস্ব অ্যাপার্টমেন্ট ‘অওরিয়েত’-এ প্রিয়জনদের সাক্ষী রেখে বিয়ে সারেন সোনাক্ষী ও জাহির। মেয়ের পাশেই হাসিমুখে দাঁড়িয়ে ছিলেন শত্রুঘ্ন সিনহা ও তাঁর স্ত্রী পুনম। তবে বিয়ের পরই জল্পনা ছড়ায়, সোনাক্ষীর এই বিয়েতে নাকি তাঁর দাদা লব সিনহার একেবারেই মত ছিল না। অবশ্য শত্রুঘ্ন সিনহা সোনাক্ষী-জাহিরকে রাজজোটক মনে করেন।

 

[আরও পড়ুন: উৎপলেন্দুর প্রয়াণের পরে শতরূপার ‘কালরাত্রি’র কবিতা, ‘রক্ত ঝরেছে ঢের…’]

বান্দ্রা ওয়েস্টের এই প্রপার্টি ৪২০০ স্কোয়্যার ফুটের। নিজস্ব লিফট আছে। দুটো বেডরুম, সি ফেসিং বারান্দা, সার্ভেন্ট কোয়াটার, বিশাল কিচেন, শরীরচর্চার জায়গা সবই রয়েছে। যাকে বলে ফুললি ফার্নিশড। পাওয়া যাবে তিনটি গাড়ির পার্কিংয়ের জায়গা। এমন ফ্ল্যাটের দাম রাখা হয়েছে ২৫ কোটি টাকা।

[আরও পড়ুন: স্কুলেই ৪ বছরের দুই শিশুকে যৌন নির্যাতন! মহারাষ্ট্রে প্রতিবাদীদের উপর পুলিশের লাঠিচার্জ, বন্ধ নেট]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • যে ফ্ল্যাটে জাহির ইকবালের সঙ্গে বিয়ের একগুচ্ছ স্মৃতি। সেই ফ্ল্যাট বিক্রি করে দিচ্ছেন সোনাক্ষী সিনহা।
  • বান্দ্রা ওয়েস্টের এই প্রপার্টি ৪২০০ স্কোয়্যার ফুটের। দাম রাখা হয়েছে ২৫ কোটি টাকা।
Advertisement