সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিষেধাজ্ঞা উপেক্ষা করে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সংরক্ষিত উত্তর সেন্টিনেল দ্বীপে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক মার্কিন নাগরিককে। উত্তর সেন্টিনেল দ্বীপে বসবাস করে আদিম উপজাতির মানুষেরা। সেই কারণেই সংরক্ষিত। সেই নিয়ম উপেক্ষা করার অপরাধে গ্রেপ্তার হয়েছে ২৪ বছর বয়সি মার্কিন যুবককে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মাইখাইলো ভিক্টোরোভিচ পলিয়াকভ। ৩১ মার্চ তাঁকে গ্রেপ্তার করেছে সিআইডি। গত ২৬ মার্চ পোর্ট ব্লেয়ারে পৌঁছান যুবক। কুরমা ডেরা সৈকত হয়ে উত্তর সেন্টিনেল দ্বীপে যান তিনি। ২৯ মার্চ রাত ১টা নাগাদ কুরমা ডেরা থেকে একটি নৌকোয় নর্থ সেন্টিনেলের উদ্দেশে রওনা হন। সেন্টিনেলের অধিবাসীদের জন্য উপহার হিসেবে সঙ্গে নিয়েছিলেন একটি নারকেল এবং একটি ক্যান কোলা।
সকাল ১০টা নাগাদ উত্তর সেন্টিনেল দ্বীপের উত্তর-পূর্ব তীরে পৌঁছান মার্কিন যুবক। প্রায় ঘণ্টা খানেক সমুদ্রপাড়ে নৌকোতেই অবস্থান করেন। উপজাতি বাসিন্দাদের মনোযোগ আকর্ষণের জন্য বাঁশি বাজান। যদিও সাড়া পাননি। এক সময় পাঁচ মিনিটের জন্য উত্তর সেন্টিনাল সৈকতে নামেনও। সমুদ্রতীরে খাবার রেখে, চিহ্ন হিসাবে নিষিদ্ধ দ্বীপের বালি সংগ্রহ করেন। নৌকোয় ফিরে আসার আগে একটি ভিডিও রেকর্ড করেন। দুপুর ১টা নাগাদ ফিরতি যাত্রা করে সন্ধে ৭টা নাগাদ ডুরমা ডেরা সৈকতে পৌঁছান। তখনই স্থানীয় জেলেদের নজরে পড়ে যান ওই মার্কিন যুবক।
আন্দামানের ডিজিপি এইচএস ধালিওয়াল মার্কিন যুবকের গ্রেপ্তারির কথা জানিয়ে বলেন, ওই যুবক আর কোথায় কোথায় গিয়েছিলেন। কী উদ্দেশ্য আদিম উপজাতিদের দ্বীপ গিয়েছিলেন তিনি, জিজ্ঞাসাবাদের মাধ্যমে তা জানার চেষ্টা চলছে। পোর্ট ব্লেয়ারের যে হোটেলে ছিলেন যুবক, সেই হোটেল কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোটা বিষয়টি এখনও স্পষ্ট নয়।