সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমবারের জন্য নির্বাচিত কংগ্রেস সাংসদদের শুভেচ্ছা জানালেন সোনিয়া গান্ধী। সেই শুভেচ্ছাবার্তায় কংগ্রেসের প্রাক্তন সভাপতি বলেন, অনেকেই ভেবেছিল কংগ্রেস মরে গিয়েছে। ভোটের আগে কংগ্রেসের স্মৃতিকথা লিখে ফেলেছিল। কিন্তু তার মধ্যেও ঘুরে দাঁড়িয়েছে দল।
শনিবার সংসদ ভবনের সেন্ট্রাল হলে কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে কংগ্রেস চেয়ারপার্সন হিসেবে সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) নাম ঘোষণা করেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। দলীয় সাংসদদের সর্বসম্মতিতেই এই পদে পুনর্নির্বাচিত হন সোনিয়া। তার পরে দলীয় সদস্যদের বিশেষ বার্তা দিতে গিয়ে বলেন, "লোকসভায় যারা প্রথমবার সাংসদ হয়েছেন তাঁদের শুভেচ্ছা জানাই। কারণ প্রচুর সমস্যার মধ্যে কঠিন লড়াই করতে হয়েছে সকলকে। সমস্ত বাধা পেরিয়েও সফলভাবে প্রচার চালিয়েছেন সকলে।"
[আরও পড়ুন: মোদির শপথে চাঁদের হাট, থাকবেন মুইজ্জু,হাসিনা-সহ ৭ রাষ্ট্রপ্রধান, রইল পূর্ণাঙ্গ তালিকা]
নাম না করে বিজেপিকে একহাত নিয়ে সোনিয়া বলেন, মহাশক্তিধর একটা যন্ত্র কংগ্রেসকে (Congress) ধ্বংসের চেষ্টা করছিল। আর্থিকভাবে কংগ্রেসকে ভঙ্গুর করে দিয়েছিল। কংগ্রেস, দলের নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিল। এমনকি অনেকে তো কংগ্রেসের স্মৃতিকথাও লিখে ফেলেছিল। কিন্তু সভাপতি মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে সমস্ত ঝড়ঝাপটা সামলে লড়াই করেছে কংগ্রেস।
সোনিয়া আরও বলেন, "রাহুলের দুটি যাত্রাও কংগ্রেসের সাফল্যের অন্যতম কারণ। রাজনৈতিক ভাবে আক্রমণের পাশাপাশি ব্যক্তিগত আক্রমণও সামলাতে হয়েছে রাহুলকে। কিন্তু ত সত্ত্বেও যাত্রা চালিয়ে গিয়েছে, যার ফলে সমাজের প্রতিটি স্তরে পৌঁছতে পেরেছে কংগ্রেস।" কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সোনিয়ার বিশ্বাস, লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে সংবিধানের গুরুত্ব তুলে ধরেছে কংগ্রেস। সেই জন্যই এনডিএর বৈঠকে গিয়ে সংবিধানে মাথা ঠেকিয়ে প্রণাম করতে বাধ্য হয়েছেন নরেন্দ্র মোদি। নির্বাচনে যেসব কংগ্রেস প্রার্থী জিততে পারেননি, তাঁদেরও বাহবা জানাতে ভোলেননি সোনিয়া।