সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় পর্যটকদের জন্য একের পর এক ঘোষণা করে চলেছে থাইল্যান্ডের পর্যটন দপ্তর। কিছুদিন আগেই ভারতীয়দের ভিসা ছাড়ের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার বলিউডের 'মসিহা' সোনু সুদকে সেদেশের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডরের সাম্মানিক পদ দেওয়া হল। চলতি বছরের অক্টোবর মাসের মধ্যে নাকি ষোল লক্ষেরও বেশি ভারতীয় পর্যটক সেদেশে ঘুরতে গিয়েছেন। এবার আপনিও প্ল্যান শুরু করে দিন।
থ্যাইল্যান্ড ট্রিপ করতে হলে সবার আগে পৌঁছে যান ব্যাঙ্কক। সেখানে রয়েছে গ্র্যান্ড প্যালেস (রাজাদের ভবন), টেম্পল অফ ডন (ওয়াট অরুণ), লুমফিনি পার্ক। এছাড়াও রয়েছে জিম থম্পসন হাউস (থাই স্থাপত্য এবং শিল্পের ঐতিহ্যবাহী প্রদর্শনস্থল)। ভাসমান বাজারও ঘুরে দেখতে পারেন।
ব্যাঙ্ককের সঙ্গেই অনেকে পাটায়া ট্রিপ রাখেন। সেখানকার নাইট লাইফ বেশ প্রাণবন্ত। এছাড়াও রয়েছে স্যাংচুয়ারি অফ ট্রুথ (সত্যের অভয়ারণ্য), ওয়াট ফ্রা ইয়াইর বুদ্ধমূর্তি, গাল্ফ অফ থাইল্যান্ড। ছবি তোলার দারুণ জায়গা আর্ট ইন প্যারাডাইস।
থাইল্যান্ডের আরেকটি জনপ্রিয় জায়গা ফুকেত। এখানেই রয়েছে ৪৫ মিটার উঁচু বিশাল বুদ্ধমূর্তি। আধ্যাত্মিকতা ইতিহাস এবং প্রশান্তির প্রতীক হিসেবে রয়েছে ওয়াট চালাং মন্দির। পাটং হিলে গিয়ে বাঘেদের সঙ্গে বন্ধুত্বও পাতাতে পারেন।
অনেকে ক্রাবি আইল্যান্ডেও যান। সেখানে রয়েছে থাং তেয়াও ফরেস্ট ন্যাশনাল পার্ক, ১,২৩৭ সিঁড়ির ওয়াট থাম সুয়া টাইগার কেভ টেম্পল, আপ ফি ফি দ্বীপের সুন্দর সমুদ্র সৈকত। হাতে সময় থাকলে উত্তর থাইল্যান্ডের চিয়াং মাই শহরের শোভাও দেখে আসবেন। আরও একাধিক জায়গা রয়েছে থাইল্যান্ডে যা আপনার মন কেড়ে নেবে। মন দেওয়া-নেওয়ার পালা শেষ হলে ফিরে আসবেন সুন্দর কিছু স্মৃতি নিয়ে।