সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বোর্ড সভাপতি বনাম টেস্ট অধিনায়ক বিতর্কে ভারতীয় ক্রিকেট এখন বিতর্কের উর্বর জমি। বিরাট এবং সৌরভের (Sourav Ganguly) মধ্যেকার গোলা ছোঁড়াছুঁড়ি আপাতত বন্ধ হলেও একটা কী হয়, কী হয় পরিস্থিতি ভারতীয় ক্রিকেট মহলে এখনও বিদ্যমান। এরই মধ্যে বড়সড় ইঙ্গিত দিয়ে দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই সভাপতির ইঙ্গিত, আগামী দিনে হয়তো ভারতীয় ক্রিকেটে বড়সড় কোনও পদে দেখা যেতে পারে খোদ শচীন তেণ্ডুলকরকে (Sachin Tendulkar)।
অবসর নেওয়া ইস্তক গত আট বছরে সরাসরি ভারতীয় ক্রিকেটের সঙ্গে শচীন যুক্ত হয়েছেন মাত্র একবার। তাও বছর ছয়েক আগে বোর্ডের উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসাবে কোচ বাছার কাজে। সেই উপদেষ্টা মণ্ডলীতে ছিলেন আজকের বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির ডিরেক্টর ভিভিএস লক্ষ্মণও। কিন্তু পরে স্বার্থের সংঘাতে বিদ্ধ হয়ে এই তিনজনকেই পদ ছাড়তে হয়। তারপর আইপিএলের (IPL) দল মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর হিসাবে কাজ করলেও বিসিসিআইয়ের ত্রিসীমানায় দেখা যায়নি শচীনকে।
[আরও পড়ুন: মৌখিক ব্যাখ্যা না শোকজ? বিরাটের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে দ্বিধাবিভক্ত বিসিসিআই]
কিন্তু এক সাক্ষাৎকারে সৌরভ ইঙ্গিত দিলেন, তিনি সুযোগ পেলে ভারতীয় ক্রিকেটের মূলধারায় শচীনকে যুক্ত করতে চান। বিসিসিআই (BCCI) প্রেসিডেন্টের বক্তব্য, “শচীনের ব্যাপারটা আলাদা। ও এসবের মধ্যে জড়াতে চায় না। কিন্তু আমি জানি শচীন যদি ভারতীয় ক্রিকেটের সঙ্গে কোনওভাবে যুক্ত হতে পারে, তাহলে সেটার থেকে ভাল কোনও খবর হতেই পারে না। কোনও না কোনও সময় ও নিশ্চয়ই ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত হবে। তবে কীভাবে, সেটা ভেবে দেখতে হবে।” তবে, শচীনকে বোর্ডের কোনও দায়িত্ব দেওয়া যে সহজ ব্যাপার নয়, সেটাও মেনে নিয়েছেন সৌরভ। তিনি বলছেন, “সৌরভকে কোনও দায়িত্ব দেওয়া সহজ নয়। কারণ সেক্ষেত্রে বড় প্রশ্ন হয়ে উঠতে পারে স্বার্থের সংঘাত। এই সংঘাত শব্দটি আজকাল সবকিছুর সঙ্গেই জড়িয়ে যাচ্ছে। কখনও কারণে, কখনও অকারণে। সব ব্যাপারে এই সংঘাত শব্দটি জড়িয়ে দেওয়াটা বিরক্তিকর বলেই আমি মনে করি।”
[আরও পড়ুন: ‘দাদার পাশে দেশ’, বিরাট বিতর্কে এবার নেটদুনিয়ায় সৌরভকে সমর্থনের বন্যা]
প্রসঙ্গত, সৌরভ বিসিসিআইতে আসার পর তাঁর একসময়ের সতীর্থ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ভারতীয় দলের হেডকোচ হয়েছেন। তাঁরই আরেক সতীর্থ ভিভিএস লক্ষ্মণ হয়েছেন ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির ডিরেক্টর। এবার বন্ধু শচীনকেও সৌরভ কোনও পদ দেন কিনা সেটাই দেখার।