সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার ম্যাচের টেস্ট সিরিজ ভারত জিতবে ৪-০ ব্যবধানে। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এ কথা জানিয়েছেন। ভারত ইতিমধ্যেই ২-০-এ এগিয়ে রয়েছে সিরিজে। অস্ট্রেলিয়া (Australia) কিছুতেই এঁটে উঠতে পারছে না ভারতের (India) সঙ্গে।
তার উপরে চোট আঘাতে জর্জরিত অস্ট্রেলিয়া শিবির। সিরিজে ফিরতে হলে অজিদের অসাধ্যসাধন করতে হবে। সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন, ”সিরিজ ৪-০, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি । অস্ট্রেলিয়ার পক্ষে ভারতকে হারানো কঠিন। এই ধরনের পরিস্থিতিতে আমরা অনেক শক্তিশালী দল এবং অস্ট্রেলিয়ার থেকে বহুগুণে এগিয়ে।”
[আরও পড়ুন: কোন দলের জার্সি গায়ে উঠবে মেসির? আগুয়েরো জানিয়ে দিলেন ক্লাবের নাম]
রবীন্দ্র জাদেজা প্রত্যাবর্তনের পরে স্বপ্নের ফর্মে রয়েছেন। দুটো টেস্টের পরে তাঁর উইকেট সংখ্যা ১৭। উইকেট প্রাপকের তালিকায় সবর আগে জাদেজা।
১ মার্চ থেকে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। প্রথম দুটো টেস্টে অস্ট্রেলিয়ার পারফরম্যান্স দেখার পরে প্রাক্তনরা বলেছেন এই অস্ট্রেলিয়ার পক্ষে ভারতকে আটকে রাখা সম্ভব নয়। হরভজন সিংয়ের মতো প্রাক্তন ক্রিকেটার কটাক্ষ করে বলেছেন, ১০ ম্যাচের সিরিজ হলেও ভারত ১০-০ জিতবে। ভাজ্জির প্রাক্তন অধিনায়কও জানিয়ে দিলেন, এবারের সিরিজ জিতবে ভারতই। এবং ফল হবে ভারতের অনুকূলে ৪-০।