সুকুমার সরকার, ঢাকা: এই বাংলাদেশের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে ১২৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। বাংলাদেশ অভিষেক টেস্ট ম্যাচ খেলেছিল ভারতের বিরুদ্ধে। সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) দল নিয়ে গিয়েছিলেন ঢাকায়। প্রাক্তন ভারত অধিনায়ক এখন বাংলাদেশে। মেয়র কাপের উদ্বোধন করেন তিনি।
শুক্রবার সকালে ঢাকার গণভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মহারাজ। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ও। উল্লেখ্য, ইডেনে পিংক বল টেস্টের সময়ে হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন সৌরভ। তিনি তখন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট।
[আরও পড়ুন: কান্না ঢাকতে রোদ চশমায় হরমনপ্রীত, দেশকে হতাশ না করার প্রতিশ্রুতি অধিনায়কের]
এদিকে বিসিবি পরিচালক ইফতেকার আহমেদের বাড়িতে বসে উপস্থিত সাংবাদিকদের সৌরভ জানান, বাংলাদেশের খেলার খোঁজখবর তিনি ভালই রাখেন। বাংলাদেশ ক্রিকেটের উন্নতি দেখলে ভাল লাগে তাঁর। মহারাজ তো কেবল ভারতের নন, তিনি বাংলাদেশের ক্রিকেটারদেরও প্রেরণা।
বাংলাদেশের তিন তারকা ক্রিকেটার এবার খেলবেন আইপিএলে। সৌরভ নিজে দিল্লি ক্যাপিটালস দলের ডিরেক্টর অফ ক্রিকেট। দিল্লি দলে রয়েছেন বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমান। সৌরভ বলছেন, ”কেকেআর-এর হয়ে আগেও খেলেছে শাকিব। মুস্তাফিজুর আমাদের দলে। বাংলাদেশে প্রতিভার অভাব নেই।”
বাংলাদেশের ঐতিহাসিক প্রথম টেস্ট ম্যাচের প্রতিটি মুহূর্ত সৌরভের স্মৃতিতে এখনও জীবন্ত। সৌরভ বলছেন, ”টেস্ট অধিনায়ক হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেছিলাম। সেই ম্যাচে শুরুটা ভালই করেছিল বাংলাদেশ। আমাদের হেরে যাওয়ার আশঙ্কা ছিল। অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচেই না হারতে হয়, এমন ভয়ও পেয়েছিলাম। আমরা অবশ্য ম্যাচে ফিরে এসে জিতেছিলাম।” বাংলাদেশ নিয়ে অনেক স্মৃতি সৌরভের।
এবারের ওয়ানডে বিশ্বকাপের বল গড়াবে অক্টোবরে। মেগা টুর্নামেন্টে কতদূর যাবে বাংলাদেশ? সৌরভ মনে করছেন, ভাগ্যের সাহায্য পেলে আর স্পিনার-পেসাররা ফর্মে থাকলে বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল-সেমিফাইনাল পর্যন্ত পৌঁছতেই পারে।