সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রেগ চ্যাপেল জমানায় নেতৃত্ব খুইয়েছিলেন। দল থেকেও বাদ পড়তে হয়েছিল তাঁকে। গোটা দেশে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। ফের একই রকম কম্পন তৈরি হয়েছে দেশজুড়ে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড থেকে ছিটকে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তাঁর জায়গায় নতুন বোর্ড প্রেসিডেন্ট (BCCI President) বেছে নেওয়া হয়েছে। সেই দেওয়াললিখন স্পষ্ট। সৌরভ সরছেন, আসছেন রজার বিনি।
এর মধ্যে অনেকেই রাজনৈতিক গন্ধ পাচ্ছেন। কিন্তু যাঁকে নিয়ে এত কথা, সেই সৌরভ গঙ্গোপাধ্যায় সিংহাসনচ্যুত হয়ে চুপ থেকেছেন। বৃহস্পতিবার অবশেষে মুখ খুললেন তিনি। ইঙ্গিত দিলেন, আরও বড় মঞ্চে অন্য ভূমিকায় তাঁকে দেখা যেতে পারে আগামিদিনে। একটি বেসরকারি ব্যাংকের অনুষ্ঠানে এদিন উপস্থিত হয়ে সৌরভ বললেন, ”আমি সিএবি প্রেসিডেন্ট ছিলাম পাঁচ বছর। বিসিসিআই-এর প্রেসিডেন্ট ছিলাম তিন বছর। নিয়ম অনুযায়ী প্রতিটি সংস্থারই একটা সময়সীমা থাকে। তার পরে আর থাকা যায় না, সরে যেতে হয়। ক্রিকেটার হিসেবে চ্যালেঞ্জ বেশি। তবে একজন প্রশাসকের অবদান অনেক বেশি। দলের জন্য অনেক কিছু করতে হয়। দেশের হয়ে দীর্ঘ সময় খেলার পরে এটাই আমার অনুভূতি। প্রশাসক হিসেবে আমার কার্যকাল দারুণ উপভোগ করেছি। গোটা বিশ্বে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছি।”
[আরও পড়ুন: বুক পেতে নিয়েছিল জঙ্গির জোড়া বুলেট, অস্ত্রোপচার হলেও বাঁচানো গেল না সেনার কুকুর ‘জুম’কে]
সৌরভ বোর্ড প্রেসিডেন্ট থাকার সময়ে ঘোর করোনাকাল। আইপিএল চলে যায় দেশের সীমানার বাইরে। সফল ভাবে আইপিএল অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরশাহীতে। ভারতের মহিলা ক্রিকেট দল কমনওয়েলথ গেমসে রুপো জেতে। ভারতের পুরুষ দলও বিদেশের মাটিতে দারুণ সাফল্য পায়। ভারতীয় ক্রিকেট দারুণ এক শক্তি এখন। তেমনই ভারতীয় বোর্ড। আর্থিক দিক থেকেও দারুণ শক্তিশালী। কিন্তু তবুও পরবর্তী বোর্ড প্রধান হিসেবে বিবেচিত হয়নি সৌরভের নাম। বোর্ডের তরফ থেকে বলা হচ্ছে, একই ব্যক্তি পর পর দু’ বার বিসিসিআই-এর প্রেসিডেন্ট পদে আগে কখনও বসেননি। সেই কারণেই সৌরভকে সরে যেতে হচ্ছে।
কিন্তু দাদার অপসারণের পিছনে গভীর রাজনৈতিক কারণ রয়েছে বলে অনেকেই মনে করছেন। সৌরভ অবশ্য এ সব নিয়ে একটি শব্দও খরচ করেননি এই অনুষ্ঠানে। বোর্ড প্রেসিডেন্টের পদ থেকে সরে যাওয়া প্রসঙ্গে সৌরভ বলছেন, ”প্রশাসক হিসেবে দারুণ সব মুহূর্ত রয়েছে। কেউ সারাজীবন খেলে না। আবার একই ভাবে কেউ সারাজীবন প্রশাসক হিসেবে কাজ চালিয়ে যেতে পারে না। এর পরে আরও বড় মঞ্চে নিজেকে অন্য ভূূমিকায় দেখব বলেই বিশ্বাস রাখি।”
সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে এখন প্রশ্নের পর প্রশ্ন। বোর্ড প্রেসিডেন্ট ছিলেন। এবার তাঁকে কোন ভূমিকায় দেখা যাবে? তিনি কি যাবেন আইসিসি-তে? নাকি সিএবি প্রেসিডেন্ট পদেই ফের দেখা যাবে সৌরভকে? মহারাজ কিন্তু নিজেকে নিয়ে জল্পনা উসকে রাখলেন।
[আরও পড়ুন: সেমিফাইনালে বোলারদের দাপট, থাইল্যান্ডকে উড়িয়ে ফাইনালে ভারতের মেয়েরা]