সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাড়ি দুর্ঘটনার পর কেটে গিয়েছে প্রায় ১৫ মাস। একটা সময় সংশয় তৈরি হয়েছিল আদৌ তিনি কোনও দিন মাঠে ফিরতে পারবেন কিনা? তিনি ফিরলেন, এক হাতে ছক্কাও মারলেন। ইঙ্গিত দিলেন চেনা ছন্দেই ফিরছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। রবিবার চেন্নাইয়ের (CSK) বিরুদ্ধে ৩২ বলে ৫১ রান করে দিল্লি ক্যাপিটালসকে (DC) ম্যাচও জেতালেন। যে ইনিংস দেখে মুগ্ধ ভারতের আরেক বিখ্যাত বাঁ হাতি ব্যাটার সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
বর্তমানে দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট বিভাগের ডিরেক্টর পদে আছেন সৌরভ। আইপিএলে ৯০৩ দিন পর ঋষভের অর্ধশতরান দেখে প্রাক্তন ভারত অধিনায়ক সোশাল মিডিয়ায় লেখেন, "দারুণ খেলেছ ঋষভ। এই ইনিংসটা তোমার সারা জীবন মনে থাকবে। এর আগেও তুমি অনেক ভালো ইনিংস খেলেছ। ভবিষ্যতে এর চেয়েও ভালো ইনিংস খেলবে। কিন্তু আজকের ইনিংসটা তোমার সঙ্গে সারা জীবন থেকে যাবে।"
[আরও পড়ুন: ‘১৮ মাস অপেক্ষা করেছি’, এক হাতে ছক্কা হাঁকিয়ে তৃপ্ত ‘কামব্যাকের’ পন্থ]
ঋষভ পন্থের লড়াইটা খুব কাছ থেকে দেখেছেন। গাড়ি দুর্ঘটনার পর দিল্লি অধিনায়ক যেভাবে সুস্থ হয়েছেন, তা দেখে চমকে গিয়েছিলেন সৌরভ। ঋষভকে 'স্পেশাল' বলেও উল্লেখ করেছিলেন তিনি। এদিন আবার পুরনো ফর্মে দেখা গেল দিল্লির ২৭ বছর বয়সি ক্রিকেটারকে। প্রথম দিকে মন্থর গতিতে ব্যাট করলেও দ্রুত টপ গিয়ারে চলে যায় তাঁর ইনিংস। মারেন চারটে ৪ এবং তিনটে ৬। জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাঁর ফর্মে ফেরা নিশ্চিত ভাবেই আশ্বস্ত করবে দেশের ক্রিকেট ভক্ত এবং নির্বাচকদের।