shono
Advertisement
Sourav Ganguly

'যখন গ্যালারিতে রোহিত আর বিরাটের স্ত্রীদের দেখি...' হঠাৎ কেন সৌরভের মুখে ঋতিকা-অনুষ্কার কথা?

বিশ্বকাপ জিততে কী করা উচিত? দ্রাবিড়কে পরামর্শ সৌরভের।
Published By: Arpan DasPosted: 06:50 PM Jun 01, 2024Updated: 06:50 PM Jun 01, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১১-র পর আর বিশ্বজয়ের স্বাদ পায়নি ভারতবাসী। গত বছর দেশের মাটিতে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে তীরে এসে তরী ডুবেছে। গোটা দেশ তাকিয়ে থাকে ১১ জন ক্রিকেটারদের দিকে। গ্যালারিতে উপস্থিত থাকেন স্ত্রী-পরিবারও। সেটাকেই কি বাড়তি চাপ বলে মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)?

Advertisement

সম্প্রতি একটি ক্রীড়াবিষয়ক ওয়েবসাইটকে সাক্ষাৎকার দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। ঠিক কোথায় ভুল হচ্ছে টিম ইন্ডিয়ার? যে কারণে বহুবছর আইসিসি ট্রফির থেকে দূরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। সৌরভ মনে করেন, ভারতীয় ক্রিকেট টিমকে অতিরিক্ত চাপ নিতে হয়। সেটা খেলায় প্রভাব ফেলে। শুধু দেশের ম্যাচ বলে নয়, আইপিএলেও মাঠে থাকে ক্রিকেটারদের পরিবার। রোহিত-বিরাটদের সাফল্য ব্যর্থতার সঙ্গী হন ঋতিকা আর অনুষ্কা শর্মারা।

[আরও পড়ুন: চিন্তা সেই বিরাটকে নিয়েই, গত বিশ্বকাপের স্মৃতি উসকে বারবদের সতর্কবার্তা প্রাক্তন পাক তারকার]

সেই প্রসঙ্গ উল্লেখ করে সৌরভ বলেন, "সুযোগ পেলে রাহুলকে আমি একটা পরামর্শ দিতে চাই। একটু কম চাপ নাও। যখন আমি রোহিতের স্ত্রীকে গ্যালারিতে দেখি, তখন বুঝি ও কতটা চাপের মধ্যে থাকে। একইভাবে বিরাটের স্ত্রীকে দেখলেও চাপটা বোঝা যায়। ভারতে আমরা ঠিক এই ভুলটাই করি। ভালো করার দিকে নিজেদের বড্ড বেশি ঠেলে দিই।"

[আরও পড়ুন: হতশ্রী পারফরম্যান্সের জন্য চোখে জল, তরুণ আজম খানের পাশে খোদ ক্যাপ্টেন বাবর]

ঠিক এই কারণেই ২০০৩-র বিশ্বকাপ ফাইনালে হারতে হয়েছিল। গত বছর ফাইনালেও এক ভুলই হয়েছিল। অথচ ধারে-ভারে এগিয়ে ছিলেন রোহিতরাই। সৌরভ বলেন, "২০০৩-র বিশ্বকাপের কথা ভাবলে মনে হয়, আমাদের চাপমুক্ত থাকা উচিত ছিল। আরও স্বাধীনভাবে খেলতে পারতাম। আর ২০২৩-এ ফাইনাল ছাড়া আমরা সেরা টিম ছিলাম। তাই আমি একটাই জিনিসই চাই। চাপ ছাড়া খেলো, স্বাধীনভাবে খেলো।" সৌরভের বার্তা কি পৌঁছবে দ্রাবিড়দের কাছে? কোটি-কোটি দেশবাসী কিন্তু রোহিতদের দিকেই তাকিয়ে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০১১-র আর বিশ্বজয়ের স্বাদ পায়নি ভারতবাসী। গত বছর দেশের মাটিতে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে তীরে এসে তরী ডুবেছে।
  • গোটা দেশ তাকিয়ে থাকে ১১ জন ক্রিকেটারদের দিকে। গ্যালারিতে উপস্থিত থাকেন স্ত্রী-পরিবারও।
  • সৌরভ মনে করেন, ভারতীয় ক্রিকেট টিমকে অতিরিক্ত চাপ নিতে হয়। সেটা খেলায় প্রভাব ফেলে।
Advertisement