shono
Advertisement

বোর্ড প্রেসিডেন্ট পদ খুইয়ে সৌরভের মুখে মোদির নাম, কী বললেন মহারাজ?

সৌরভের বিদায়ের নেপথ্যে রাজনীতির যোগ নিয়ে জোর চর্চা চলছে।
Posted: 04:54 PM Oct 13, 2022Updated: 06:49 PM Oct 13, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিসিসিআই প্রেসিডেন্ট (BCCI President) পদ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দেওয়া নিয়ে গত কয়েকদিনে প্রচুর জলঘোলা হয়েছে। কেন বোর্ডের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে হল প্রিন্স অফ ক্যালকাটাকে? বোর্ডের মসনদ থেকে মহারাজের বিদায়ের নেপথ্যে কি রয়েছে রাজনীতি? তা নিয়ে জোর চর্চা হচ্ছে সর্বত্র। সেই ঢেউ আছড়ে পড়েছে এবঙ্গ থেকে গোটা ভারতে। কিন্তু সৌরভ (Sourav Ganguly) নিজে এই প্রসঙ্গে একটি শব্দও খরচ করেননি। বিসিসিআই প্রেসিডেন্ট পদ থেকে তাঁর বিদায় নিশ্চিত হওয়ার দু’ দিন পরে প্রথমবার মুখ খুললেন সৌরভ। তাৎপর্যপূর্ণ ভাবে, সৌরভের মুখে শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নাম। 

Advertisement

বৃহস্পতিবার একটি বেসরকারি ব্যাংকের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সৌরভ। সেখানে নিজের খেলোয়াড় জীবন সম্পর্কে বলতে গিয়ে অভিষেক টেস্টের স্মৃতি তুলে ধরেন সৌরভ। তিনি বলেন। “লর্ডসের টেস্ট খেলতে নেমে নিজেকে দশ রান করে টার্গেট দিচ্ছিলাম। ওই দশ রান করতে পারলে পরের দশ রান নিয়ে ভাবছিলাম। এইভাবে চলতে চলতে হঠাৎ দেখলাম, স্কোরবোর্ডে আমার নামের পাশে নব্বই রান।” এই কথা বলে বিদায়ী বোর্ড প্রেসিডেন্ট জানান, নিজের কর্মজীবনেও একই ভাবে এগিয়েছেন তিনি। ছোট ছোট লক্ষ্য তৈরি করে বড় উদ্দেশ্য সফল করার দিকে এগিয়েছেন।

[আরও পড়ুন: ‘আরও বড় কিছু করতেই পারি’, বোর্ড প্রেসিডেন্ট পদ খুইয়ে কীসের ইঙ্গিত দিলেন সৌরভ?]

জীবন সম্পর্কে সৌরভের পারমর্শ, উন্নতি করতে গেলে ধৈর্য্য ধরে এগোতে হবে। সেই প্রসঙ্গেই মহারাজের মুখে উঠে আসে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম। সৌরভ বলেন,”একদিনে কেউ শচীন তেণ্ডুলকর হয় না। মাত্র একবারের চেষ্টায় কেউ মুকেশ আম্বানি হয়ে যেতে পারে না। এমনকি, একদিন পরিশ্রম করলেই কেউ নরেন্দ্র মোদি হয়ে উঠতে পারে না।”

সৌরভের মুখে দেশের প্রধানমন্ত্রীর নাম শুনেই নানা মহলে ফের নতুন করে জল্পনা শুরু হয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় থেকেই বিজেপির সঙ্গে সৌরভের ঘনিষ্ঠতা নিয়ে নানা রকমের রটনা শুরু হয়েছিল। সাফল্যের চূড়োয় পৌঁছতে পরিশ্রমই মূলধন, সেটা বোঝানোর জন্যই হয়তো সৌরভ দেশের প্রধানমন্ত্রীর নাম উচ্চারণ করেছিলেন। সৌরভের সেই উদাহরণ নিয়ে কম চর্চা হচ্ছে না।  

বৃহস্পতিবার সৌরভ আরও বলেন, ক্রিকেট প্রশাসনে সারাজীবন ধরে কেউ থাকতে পারে না। একটা সময়ে সকলকেই সরে যেতে হয়। তাই বিসিসিআই প্রেসিডেন্ট পদ খুইয়েও নিজেকে আগামী দিনের জন্য প্রস্তুত করছেন দেশের ক্রীড়াজগতের অন্যতম সেরা আইকন। তিনি বলেছেন, ক্রিকেট প্রশাসকের থেকেও বড় ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছেন। ক্রিকেট প্রশাসনের পাশাপাশি ধারাভাষ্যকার, কুইজ মাস্টার-সহ নানা ভূমিকায় পরিচিত মুখ সৌরভ। এবার কি তার সঙ্গে অন্যরকম কোনও ভূমিকা যোগ হতে চলেছে? জোর চর্চা ওয়াকিবহাল মহলে। 

[আরও পড়ুন:টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হার ভারতের, প্রাপ্তি শুধু রাহুলের ব্যাটিং]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement