shono
Advertisement

Breaking News

South Africa

বিপর্যস্ত আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, তিন দশক পর হাতছাড়া দক্ষিণ আফ্রিকার গদি!

দক্ষিণ আফ্রিকায় ভোট গণনা এখনও চলছে।
Published By: Paramita PaulPosted: 04:58 PM Jun 02, 2024Updated: 06:28 PM Jun 03, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় ম্যান্ডেলার যুগাবসান। তিন দশক সরকারে থাকার পর দক্ষিণ আফ্রিকায় এবার ক্ষমতা হারাতে চলেছে কংগ্রেস। মহাত্মা গান্ধীর একসময়ের কর্মভূমিতেও এবার কোনঠাসা নেলসন ম্যান্ডেলার দল।

Advertisement

দক্ষিণ আফ্রিকায় ভোট গণনা এখনও চলছে। তবে যে ট্রেন্ড সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) ৪০ শতাংশ ভোট পেয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ডেমোক্রেটিক অ্যালায়েন্স পেয়েছে ২১ শতাংশ ভোট।
সে দেশে মোট আসন সংখ্যা ৪০০। সংখ্যাগরিষ্ঠতা পেতে ২০১টি আসনে জিততে হবে। কিন্তু এই সংখ্যক আসন পায়নি নেলসন ম্যান্ডেলার দল। ফলে ক্ষমতায় ফিরতে হলে জোট গড়তে হবে তাদের।

[আরও পড়ুন: ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইতিহাস রিয়ালের, বরুশিয়াকে উড়িয়ে দুরন্ত জয় পেলেন ভিনিসিয়াসরা]

এ প্রসঙ্গে বলে রাখা দরকার, এএনসি দলত্যাগী জ্যাকাব জুমার নতুন দল এমকেপি-কে পেয়েছে ১৪ শতাংশ ভোটার। এবার এএনসি-কে সরকার গড়তে সেই জুমার সাহায্য় নিতে হবে। উল্লেখ্য, ২০১৯ সালে এএনসি পেয়েছিল ৫৭ শতাংশ ভোট। আসনের নিরিখে দখলে ছিল ২৩০টি আসন। এবার সেই হিসেব গোলমাল হয়েছে।

১৯৯৪ সালে শ্বেতাঙ্গদের উপনিবেশ থেকে মুক্তি পেয়েছে। প্রথম গণতান্ত্রিক নির্বাচনে জয় পায় নেলসন ম্যান্ডেলার কংগ্রেস। তার পর একটানা তিন দশক ক্ষমতায় থেকেছে তারা। প্রতিবারই কমেছে ভোট। এবার তো গদিচ্যুত হতে চলেছে তারা।

[আরও পড়ুন: ব্যাটে-বলে দাপট রোহিত বাহিনীর, প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে হেলায় হারাল ভারত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দক্ষিণ আফ্রিকায় ম্যান্ডেলার যুগাবসান।
  • তিন দশক সরকারে থাকার পর দক্ষিণ আফ্রিকায় এবার ক্ষমতা হারাতে চলেছে কংগ্রেস।
  • মহাত্মা গান্ধীর একসময়ের কর্মভূমিতেও এবার কোনঠাসা নেলসন ম্যান্ডেলার দল।
Advertisement