সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি রেলে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ শুরু করল ভারতীয় রেলের দক্ষিণ-পূর্ব শাখা। শূন্যপদ মোট ১ হাজার ৭৮৫টি। আগ্রহী প্রার্থীদের আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
- যেকোনও বোর্ড থেকে দশম শ্রেণি বা তার সমতুল পরীক্ষায় পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যাবে।
- তবে প্রার্থীকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে।
- আবেদনকারীর কাছে আইটিআই পাশের সার্টিফিকেট থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা:
সর্বোচ্চ ২৪ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
[আরও পড়ুন: ন্যূনতম মাধ্যমিক পাশেই মিলতে পারে সরকারি চাকরি, জেনে নিন আবেদনের পদ্ধতি]
আবেদনের ফি:
আগ্রহী প্রার্থীদের আবেদনের ফি হিসাবে ১০০ টাকা জমা দিতে হবে। তবে তফশিল জাতি, উপজাতির প্রার্থী এবং মহিলাদের কোনও ফি লাগবে না।
আবেদনের পদ্ধতি:
দক্ষিণ পূর্ব রেলের ওয়েবসাইট rrcser.co.in. গিয়ে আগ্রহী প্রার্থীকে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তির লেখা অনুযায়ী আবেদনের ফর্ম পূরণ করতে হবে। সদ্য তোলা ছবি স্ক্যান করে ওই আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
দশম শ্রেণিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি করা হবে মেধাতালিকা। তার ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে।