shono
Advertisement

দলের প্রয়োজনে কাউন্সিলর পদও ছাড়তে রাজি, ইস্তফার পর জানালেন শোভন

নেত্রীর নির্দেশেই পদত্যাগ, দাবি বিদায়ী মেয়রের। The post দলের প্রয়োজনে কাউন্সিলর পদও ছাড়তে রাজি, ইস্তফার পর জানালেন শোভন appeared first on Sangbad Pratidin.
Posted: 04:59 PM Nov 22, 2018Updated: 05:23 PM Nov 22, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মন্ত্রিত্ব ছেড়েছেন আগেই৷ মাত্র কয়েকঘণ্টা আগেই ইস্তফা দিয়েছেন মেয়রের পদ থেকেও৷ এখানেই শেষ নয়৷ প্রয়োজন হলে ১৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের পদও ছাড়তে রাজি তিনি৷ গোলপার্কের বাড়িতে সাংবাদিক বৈঠক করে একথাই জানালেন শোভন চট্টোপাধ্যায়৷

Advertisement

[ইস্তফা শোভনের, কলকাতার নয়া মেয়র হচ্ছেন ফিরহাদ হাকিম]

১৯৭৮-৭৯ সালে ছাত্র রাজনীতি দিয়ে রাজনৈতিক জীবন শুরু৷ খুব কম বয়সেই কলকাতা পৌরসভার মেয়রের দায়িত্ব কাঁধে তুলে নেন৷করা হয়েছিল বরো কমিটির চেয়ারম্যান৷ ছিলেন মন্ত্রিসভার সদস্যও৷ রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রিত্ব সামলেছেন শক্ত কাঁধে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য ছিলেন শোভন, একথা প্রচলিত রাজনৈতিক জগতে৷ আচমকাই সম্পর্কের অবক্ষয়৷ রাজনৈতিক মহলের দাবি, ব্যক্তিগত জীবনে ‘বিশেষ বন্ধু’ বৈশাখির আগমনে ক্রমাগত দলে কোণঠাসা হয়ে পড়েছিলেন শোভন৷ দলনেত্রীর সঙ্গে সম্পর্ক তলানিতে এসে ঠেকেছিল বলেই দাবি তৃণমূল সূত্রের৷ মঙ্গলবার দমকলের গাড়ি উদ্বোধনের অনুষ্ঠান মঞ্চেও তাঁকে ধমক দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এরপরই সিদ্ধান্ত নেন মন্ত্রিত্ব ছাড়ার৷

[শোভনকে আইনি নোটিস রত্নার, সাতদিনের মধ্যে জবাব তলব]

 ওইদিন সন্ধেয় মন্ত্রিত্ব ছাড়ার কথা জানিয়ে দেন৷ সিদ্ধান্ত মেনে নেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ শোভনের দাবি, পরেরদিনই তাঁকে মেয়রের পদ থেকেও ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হয়৷ বুধবার ছুটি থাকায় বৃহস্পতিবারই চেয়ারপার্সন মালা রায়ের কাছে নিরাপত্তারক্ষীর হাত দিয়ে ইস্তফাপত্র পাঠিয়ে দেন শোভন৷ তা গৃহীতও হয়। এরপরই গোলপার্কের বাড়িতে সাংবাদিক বৈঠক করে নিজের অবস্থান স্পষ্ট করেন শোভন৷ সাংবাদিক বৈঠকে দলের পাশে আজীবন ছিলেন, আছেন এবং থাকবেন বলে জানিয়ে দেন তিনি৷ প্রয়োজন হলে ১৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের পদ ছাড়তেও রাজি বলে জানান শোভন৷ দলের সিদ্ধান্ত অনুযায়ী কলকাতা পুরসভার পরবর্তী মেয়র হচ্ছেন ফিরহাদ হাকিম এবং ডেপুটি মেয়র হচ্ছেন অতীন ঘোষ৷ সরকারিভাবে ঘোষণা না হলেও এমনটাই শোনা যাচ্ছে তৃণমূলের অন্দরে কান পাতলে। এদিন সাংবাদিক বৈঠকে নিজের উত্তরসূরিদের শুভেচ্ছাও জানান শোভন৷

[বিধানসভায় পাশ পুর আইনের সংশোধনী বিল, শোভনকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর]

দলনেত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে সাংবাদিক বৈঠকে কোনও উত্তর দিতে রাজি হননি শোভন৷ স্ত্রী রত্নার সঙ্গে পারিবারিক বিবাদের প্রসঙ্গও উঠে আসে৷ সামনে আসে বৈশাখির প্রসঙ্গও৷ সুকৌশলে পারিবারিক প্রসঙ্গটি এড়িয়ে যান কলকাতা পুরসভার বিদায়ী মেয়র৷ গোটা পরিস্থিতির জন্য বৈশাখিকে দায়ী করা অনুচিত বলে দাবি করেন তিনি৷ 

The post দলের প্রয়োজনে কাউন্সিলর পদও ছাড়তে রাজি, ইস্তফার পর জানালেন শোভন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement