shono
Advertisement
Bolpur

ভায়ে-ভায়ে যুদ্ধ! জমি বিবাদ ঘিরে লাভপুরে দাদার বাড়িতে বোমাবাজিতে কাঠগড়ায় ভাই

জমি বিবাদ মেটাতে গ্রামবাসীরা একসঙ্গে বসে আলোচনার কথা ছিল, তার আগেই বোমাবাজি। তদন্তে নেমেছে লাভপুর থানার পুলিশ।
Published By: Sucheta SenguptaPosted: 01:48 PM Jan 13, 2025Updated: 01:51 PM Jan 13, 2025

দেব গোস্বামী, বোলপুর: ভায়ে-ভায়ে জমি বিবাদ। আর তার জেরে সাতসকালে বোমাবাজির ঘটনা ঘিরে উত্তপ্ত বোলপুরের লাভপুর। দাদার বাড়িতে বোমাবাজির অভিযোগে আটক ভাই। ঘটনাস্থল থেকে উদ্ধার দুটি বোমা। এই ঘটনায় বাড়িটি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। তদন্তে নেমেছে লাভপুর থানার পুলিশ। এই ঘটনায় উত্তেজনাকর পরিবেশ লাঘোসা গ্রামে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন পুলিশ বাহিনী।

Advertisement

লাঘোসা গ্রামে এক জমি নিয়ে দুভায়ের মধ্যে বিবাদ ছিল দীর্ঘদিনের। তা মেটাতে গ্রামের লোকজন মিলে একসঙ্গে বসে মীমাংসা করার কথা ছিল। কিন্তু তার আগেই সোমবার সকালে বোমাবাজির ঘটনা ঘটে যায়। দাদার বাড়িতে বোমাবাজির অভিযোগ ওঠে ভাইয়ের বিরুদ্ধে। বোমার আঘাতে বাড়ির ভিতর অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আসবাব-সহ একাধিক জিনিস ভেঙে গিয়েছে। পরিবারের অভিযোগ, সকালে অভিযুক্তের বউদি বাড়ির বাইরে বসেছিলেন। সেসময় তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। তিনি কোনওক্রমে পালিয়ে প্রাণরক্ষা করেন। কিন্তু ঘরের ভিতরেও চলে বোমাবাজি ও তাণ্ডব। ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় বোমার সুতলি।

মুহূর্তের মধ্যে অশান্ত হয়ে ওঠা লাঘোসা গ্রামের খবর পৌঁছয় লাভপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা উদ্ধার করে। অভিযোগের ভিত্তিতে ভাইকে আটক করা হয়েছে। দুই পরিবারের অশান্তি থামাতে পরে আরও বড় পুলিশ বাহিনী পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আপাতত এলাকা কিছুটা শান্ত। তবে অশান্তি এড়াতে এখনও মোতায়েন পুলিশ বাহিনী। ঠিক কী ঘটনা ঘটেছে, তা জানতে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আক্রান্ত পরিবার ও প্রতিবেশীদের বয়ানও নেওয়া হচ্ছে বলে খবর পুলিশ সূত্রে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জমি বিবাদের জেরে দাদার বাড়িতে বোমাবাজির অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে।
  • লাভপুর থানার লাঘোসা গ্রামের ঘটনায় আটক ভাই, ঘটনাস্থল থেকে উদ্ধার ২টি বোমা।
Advertisement