shono
Advertisement

জিতলেও আত্মতুষ্টিতে ভুগতে চান না বস্কি

স্পেনের প্রথম ম্যাচ দেখার পর ভ্রূ কুঁচকেছিলেন অনেকে৷ বিশেষজ্ঞরা বলেছিলেন, এই স্পেনকে চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার তাঁরা মানছেন না৷ কিন্তু দ্বিতীয় ম্যাচের পর সেই কথা নিশ্চয়ই তাঁরা ফিরিয়ে নিতে বাধ্য হবেন৷ The post জিতলেও আত্মতুষ্টিতে ভুগতে চান না বস্কি appeared first on Sangbad Pratidin.
Posted: 09:16 PM Jun 18, 2016Updated: 03:46 PM Jun 18, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথা দিয়েছিলেন, দ্বিতীয় ম্যাচ থেকে চেনা মেজাজে পাওয়া যাবে স্পেনকে৷ সতীর্থরা তাঁর কথা শুনেছিল কি না বলা যাবে না৷ তবে ইনিয়েস্তা যেন প্রমাণ করে দিলেন, ভুল কিছু বলেননি তিনি৷ তুরস্কের বিরুদ্ধে ফের সেই চেনা মেজাজের স্পেনকে দেখা গেল৷ কোচ ভিসেন্তে দেল বস্কিল যদিও বললেন, স্পেনের পারফরম্যান্সে খুশি৷ তবে এখনই প্রশংসায় ভাসিয়ে দিতে রাজি নন দলকে৷
স্পেনের প্রথম ম্যাচ দেখার পর ভ্রূ কুঁচকেছিলেন অনেকে৷ বিশেষজ্ঞরা বলেছিলেন, এই স্পেনকে চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার তাঁরা মানছেন না৷ কিন্তু দ্বিতীয় ম্যাচের পর সেই কথা নিশ্চয়ই তাঁরা ফিরিয়ে নিতে বাধ্য হবেন৷ ইনিয়েস্তা বলছিলেন, “প্রথম ম্যাচেও আমরা খারাপ খেলিনি৷ বল পজিশনে এগিয়ে ছিলাম৷ শুধু গোলটা আসছিল না৷ বলেছিলাম, টুর্নামেন্ট যত এগোবে তত ভয়ঙ্কর হয়ে উঠব আমরা৷ দ্বিতীয় ম্যাচেই দেখুন পারফরম্যান্সে কত ফারাক৷”
শেষ বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স করেছিল স্পেন৷ ইউরোতে সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারবে কি না সেই প্রশ্নও ছিল৷ তবে এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে তাঁদের মানসিকতা ইতিবাচকই দেখাচ্ছে৷দল ৩-০ গোলে জেতায় খুশি বস্কি৷ তবে তাঁর মতে, গ্রুপ লিগে এখনও পর্যন্ত স্পেনের যা পারফরম্যান্স, তাতে অনেক উন্নতি দরকার৷ মোরাতাদের প্রশংসা করার পাশাপাশি তিনি জানালেন, “আমাদের প্রথমিক লক্ষ্য ছিল যে করে হোক নক আউট রাউন্ডে যোগ্যতা অর্জন করে ফেলা৷ এবং সেটা দ্বিতীয় ম্যাচেই৷ তুরস্ক প্রতিপক্ষ হিসাবে কঠিন ছিল৷ প্রথম ম্যাচের পর দু’টো জায়গা নিয়ে একটু বেশি চিন্তায় ছিলাম৷ আক্রমণ আর রক্ষণ৷ দুটো বিভাগই যা পারফর্ম করল দ্বিতীয় ম্যাচে, তাতে একটু স্বস্তি পাচ্ছি৷”

Advertisement

The post জিতলেও আত্মতুষ্টিতে ভুগতে চান না বস্কি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement