সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলাদের বিশ্বকাপ জিতল স্পেন (Spain)। আর বিতর্কে জড়ালেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেস (Luis Rubiales)। বিশ্বজয়ের পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রুবিয়ালেস স্পেনের মিডফিল্ডার জেনি হারমোসোর (Jenni Hermoso) ঠোঁটে চুম্বন করেন। উল্লেখ্য, ফাইনালে স্পেন ১-০ গোলে হারায় ইংল্যান্ডকে।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট এবং স্পেনের ফুটবলারের এমন চুম্বন দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় মুহূর্তে। জেনি হারমোসোকে বলতে শোনা গিয়েছিল, ”আমি মোটেও পছন্দ করিনি” ইনস্টাগ্রাম লাইভ স্ট্রিমে বলার সময় হাসছিলেন জেন হারমোসো।
[আরও পড়ুন: এশিয়া কাপে কামব্যাক করলেন রাহুল-শ্রেয়স, সহ অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া]
স্প্যানিশ ফেডারেশনের মুখপাত্র বলেন, ”এটা স্বতঃস্ফূর্ত উদযাপন ছিল। দু’ জনেই খুব ভাল বন্ধু।”
হারমোসো তাঁর ও রুবিয়ালেসের মধ্যে দারুণ সম্পর্কের কথা পরে স্বীকার করেন। বলেন, ”আমাদের সঙ্গে ওঁর সম্পর্ক দারুণ। ওটা পুরোপুরি স্নেহ ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ ছিল।”
মেক্সিকোর ক্লাব পাচুকার হয়ে খেলেন হারমোসো। ফাইনালে পেনাল্টি নষ্ট করেন তিনি। খেলার শেষে দলের পারফরম্যান্স নিয়ে বলার সময়ে আবেগতাড়িত হারমোসোকে কাঁদতে দেখা যায়।