সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামীর সঙ্গে বাইকে চেপে ভারতভ্রমণে এসে গণধর্ষণের শিকার হয়েছিলেন স্পেনের মহিলা (Spanish Woman)। গত ২ মার্চ রাতে ঘটনাটি ঘটে ঝাড়খণ্ডের (Jharkhand) দুমকা জেলায়। ঘটনার প্রায় দেড় মাস পড়ে সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করলেন সেই মহিলা। এক ঘণ্টার দীর্ঘ ভিডিওয় তিনি সেই রাতের ভয়ানক অভিজ্ঞতা জানিয়েছেন।
সেদিন রাতে দুমকা জেলার কুঞ্জি গ্রামে এক নির্জন জায়গায় টেন্টে ছিলেন দম্পতি। সেখানেই নির্যাতনের শিকার হন মহিলা। নির্যাতিতার দাবি অনুযায়ী, দুমকা হয়ে শুক্রবার ভাগলপুর যাওয়ার কথা ছিল তাঁদের। পথে এক শুনশান জায়গায় তাঁবুতে থাকার সিদ্ধান্ত নেন ওই দম্পতি। রাতে সেখানে তাঁদের আক্রমণ করেন ৮-১০ জন দুষ্কৃতী। দম্পতিকে মারধর করার পাশাপাশি মহিলাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।
[আরও পড়ুন: জিতেছিলেন বিজেপির টিকিটে, বিধায়ক পদ থেকে ইস্তফা তৃণমূল প্রার্থী মুকুটমণির]
সম্প্রতি স্বামীর সঙ্গে একটি ভিডিওয় এসে তিনি জানান, "আমরা ঠিক করেছিলাম সমস্ত কিছু রেকর্ড করব। আমরা জানতাম না, ভবিষ্যতে আমাদের জন্য কী অপেক্ষা করে আছে। যদি পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে না নিত, যদি ওরা আমাদের দেশে পাঠিয়ে দিত। তাই এই ব্যবস্থা নিয়েছিলাম।"
তবে ঘটনার জন্য তিনি ভারতের বদনাম করতে চাননি। তিনি বলেন, "সবাই হয়তো আশা করে যে আমি বলব, 'ভারতে যাবেন না'। কিন্তু জীবন চেনা ছকে চলে না। যেটা আমার সঙ্গে ভারতে হয়েছে, সেটা বিশ্বের যে কোনও প্রান্তে হতে পারত। কিছু দিন আগেই মধ্য আমেরিকায় ভ্রমণরত এক যুগলের সঙ্গেও একই ঘটনা ঘটেছে।"
ট্যুরিস্ট ভিসাতে বাইকে চেপে ভারতে ঘুরতে এসেছিলেন স্পেনের ওই দম্পতি। স্পেন থেকে বাইকে প্রথমে পাকিস্তান, তার পর বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করেন তাঁরা। বিহার হয়ে নেপাল যাওয়ার কথা ছিল তাঁদের। তবে ঝাড়খণ্ডের দুমকা জেলায় প্রবেশ করার পর নির্যাতনের শিকার হন ওই বিদেশি মহিলা। তবে তিনি বাইকে ভ্রমণ থামাবেন না বলেই জানিয়েছেন।