shono
Advertisement

তথ্য চুরির আশঙ্কা, হিউস্টনে চিনা দূতাবাস বন্ধের নির্দেশ আমেরিকার

পালটা জবাবের হুঁশিয়ারি দিয়েছে বেজিং। The post তথ্য চুরির আশঙ্কা, হিউস্টনে চিনা দূতাবাস বন্ধের নির্দেশ আমেরিকার appeared first on Sangbad Pratidin.
Posted: 06:16 PM Jul 22, 2020Updated: 06:16 PM Jul 22, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর তীব্র হচ্ছে আমেরিকা (US) ও চিনের (China) মধ্যে সংঘাত। দক্ষিণ চিন সাগর থেকে শুরু করে করোনা ভাইরাসের উৎস নিয়ে যুযুধান দুই দেশ। এহেন সময়ে, নজিরবিহীনভাবে টেক্সাসের হিউস্টন শহরের চিনা দূতাবাসটি শুক্রবারের মধ্যে বন্ধ করে দেওয়ার জন্য চিনকে নির্দেশ দিয়েছে আমেরিকা। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ করে পালটা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বেজিং।

Advertisement

[আরও পড়ুন: চিনে মাস্ক তৈরি করছে উইঘুর মুসলিমদের ‘গোলাম বাহিনী’, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য]

বুধবার, মার্কিন ‘Department of State’-এর মুখপাত্র মর্গ্যান অরটাগাস এক বিবৃতিতে জানান, আমেরিকার ‘ইন্টেলেকচুয়াল প্রপার্টি’ এবং গোপন তথ্য সুরক্ষিত রাখতেই এই পদক্ষেপ করা হয়েছে। তিনি এই বার্তাও দিয়েছেন, আমেরিকার সর্বভৌমত্বে আঘাত করেছে চিন। যা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। ভিয়েনা চুক্তিতেই স্থির হয়েছিল, আমন্ত্রক দেশের অভ্যন্তরীণ বিষয়ে মাথা গলানো যাবে না। সেই শর্ত ভঙ্গ করেছে বেজিং। ওয়াশিংটন ডিসির দূতাবাস ছাড়াও, আমেরিকায় আরও পাঁচটি দূতাবাস রয়েছে চিনের। তার মধ্যে হিউস্টনের দূতাবাসটিই কেন বন্ধ করার নির্দেশ দেওয়া হল সেই কারণ এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তা নিয়ে মুখ খোলেননি অরটাগাস।

এদিকে, আমেরিকার এই পদক্ষেপের বিরুদ্ধে তীব্র ভাষায় প্রতিক্রিয়া দিয়েছে চিন। কমিউনিস্ট দেশটির বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, “চিনা দূতাবাস বন্ধ করে দু’দেশের মধ্যে সংঘাত আরও বাড়িয়ে তুলছে আমেরিকা। তারা এই পদক্ষেপ দ্রুত প্রত্যাহার না করলে পালটা দিতে বাধ্য হবে চিন।” উল্লেখ্য, মার্কিন মিডিয়ার খবরে বলা হয়, মঙ্গলবার রাতে হিউস্টনে চিনা দূতাবাসে বেশকিছু নথি পুড়িয়ে ফেলতে দেখা যায় চিনা অধিকারিকদের। দূতাবাসের পিছনের অংশে থাকা ডাস্টবিনে আগুন জ্বালানো হয়েছিল। ঘটনার তদন্ত করতে গেলে টেক্সাসের পুলিশকর্মীদের দূতাবাস চত্বরে প্রবেশ করতে দেওয়া হয়নি। যদিও এই ঘটনার বিষয়ে কোনও কথা বলেননি ওয়াং ওয়েনবিন।

বিশ্লেষকদের মতে, দূতাবাস বন্ধের মার্কিন ফরমান সহজে মেনে নেবে না চিন। এই মুহূর্তে বেজিং-সহ চিনে আমেরিকার পাঁচটি দূতাবাস রয়েছে। সেগুলির মধ্যে থেকে কোনও একটি দূতাবাস বন্ধরে নির্দেশ দিত পারে শি জিনপিং প্রশাসন। কয়েকদিন আগেও দু’দেশেই পরস্পরের একাধিক কুটনীতিকের ভ্রমণের উপর ভিসা সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করেছে। এমন অবস্থায় দূতবাস বন্ধের নির্দেশে ওয়াশিংটন ও বেজিংয়ের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও ভঙ্গুর হয়ে উঠেছে।

[আরও পড়ুন: লুকানোর জায়গা পাবে না লালফৌজ, এবার সীমান্ত পাহারায় মোতায়েন ‘ভারত’]

The post তথ্য চুরির আশঙ্কা, হিউস্টনে চিনা দূতাবাস বন্ধের নির্দেশ আমেরিকার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement