নব্যেন্দু হাজরা: ব্যস্ত জীবনে সময়ের অভাব। তাই ট্রামযাত্রার কথা যেন ভুলতে বসেছে তরুণ প্রজন্ম। তবে উৎসবের মরসুমে আপনার পুজো পরিক্রমার সঙ্গী হতে পারে ১৫০ বছরের পুরনো ‘বন্ধু’ই। কারণ, এবার দুর্গাপুজোয় ট্রাম(Special Tram Service For Durga Puja) নিয়েই বিশেষ উদ্যোগ পরিবহণ নিগমের। সঙ্গী ‘এশিয়ান পেন্টস’।
কী সেই উদ্যোগ? এবার পুজোয় ট্রামে চড়েই ঠাকুর দেখতে যেতে পারবেন আমজনতা। টালিগঞ্জ থেকে শুরু করে বালিগঞ্জ পর্যন্ত চলবে বিশেষ ট্রাম। তার ফলে দক্ষিণ কলকাতার অনেকগুলি ঠাকুরই দেখে ফেলা যাবে।
[আরও পড়ুন: কামদুনি গণধর্ষণ ও খুনের ঘটনায় ২ জনের আমৃত্যু কারাদণ্ড, বেকসুর খালাস ৪]
ট্রামের বগিতে দেওয়া থাকবে আলপনা। ট্রামের ভিতরে মানানসই আবসাবপত্র। যা বেতের তৈরি।
বিলাসবহুল ট্রামের বগিতে আলোকসজ্জাও হবে অন্যরকম।
তবে বিশেষ ট্রামের সময়সূচি এখনও জানা যায়নি। ভাড়াই বা কত, তা-ও খোলসা করা হয়নি।