shono
Advertisement

সিটিকে ‘ত্রিমুকুট’ দেওয়ার পরেও গুয়ার্দিওলার ভবিষ্যৎ নিয়ে জল্পনা

গুয়ার্দিওলা নিজে কী বলছেন?
Posted: 12:05 PM Jun 13, 2023Updated: 12:05 PM Jun 13, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City) ছাড়ছেন পেপ গুয়ার্দিওলা (Pep Guardiola)!

Advertisement

ঠিকই পড়েছেন। সিটির দায়িত্ব ছাড়তে চলেছেন গুয়ার্দিওলা। যিনি সদ্যই প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন সিটিকে, তুলে এনেছেন ইউরোপের কুলীন ক্লাবের তালিকায়। নগর প্রতিদ্বন্দ্বী ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পর ইংল্যান্ডের দ্বিতীয় ক্লাব হিসাবে সিটি ‘ট্রেবল’ জিতেছে যাঁর কোচিংয়ে। যিনি গত নভেম্বরেই আরও দুই মরশুম সিটিতে থাকার চুক্তিতে সই করেছেন। সেই গুয়ার্দিওলাই এবার সিটি ছাড়তে চলেছেন!
এই পর্যন্ত পড়ে অবাক হতেই পারেন। আবার সমর্থকদের মুষড়ে পড়াও অস্বাভাবিক নয়। তবে দুঃখ পাওয়া বা মুষড়ে পড়ার কিছু হয়নি।

[আরও পড়ুন: অশ্বিনের মতো বিস্ময়কর ভাবে বাদ দেওয়া হয়নি কাউকেই, ওভাল বিপর্যয়ের পর বলছেন সানি]

গুয়ার্দিওলা এখনই সিটি ছাড়ছেন না। চুক্তিতে বাকি থাকা দুই মরশুম সিটিজেন্সদের দায়িত্বেই থাকছেন তিনি। তবে তারপর আর সিটির সঙ্গে নতুন চুক্তি করবেন না গুয়ার্দিওলা। সিটির সাফল্যের সিংহভাগই এসেছে গুয়ার্দিওলার আমলে। স্বাভাবিক ভাবেই এমন কোচকে হাতছাড়া করতে চায়নি সিটি। তাই গত নভেম্বরেই নতুন করে তাঁর সঙ্গে দু’বছরের জন্য চুক্তি বাড়িয়েছে ম্যানেজমেন্ট। অর্থাৎ ২০২৪-’২৫ মরশুম পর্যন্ত সিটিতেই থাকার কথা গুয়ার্দিওলার। তবে তারপর তিনি আর চুক্তি বাড়াতে আগ্রহী নন বলেই দাবি পেপের ঘনিষ্ঠ মহলের।

গুয়ার্দিওলা অবশ্য এখনও নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খোলেননি। তবে বলেছেন, “সাফল্য পাওয়া সবে শুরু হল। এই ধারা ধরে রাখতে হবে। আপাতত জয় উপভোগ করতে হবে। উত্তেজনা কমার পর পরবর্তী লড়াইয়ের জন্য তৈরি হব।”

[আরও পড়ুন: ‘বিশ্বকাপে অন্য ভারতকে দেখা যাবে’, টেস্ট চ্যাম্পিয়নশিপ হেরে বার্তা রোহিতের]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement