সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বপ্নপূরণ! "আমি বাকরুদ্ধ, কখনও আশা ছাড়িনি। নিজের স্বপ্নপূরণের জন্য বহু আত্মত্যাগ করেছি।" কথাগুলি নাগাড়ে বলে গেলেন আরিয়ানা সাবালেঙ্কা। সদ্যই যাঁর হাতে উঠেছে যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়নের খেতাব। ঠিক এক বছর আগে ফাইনালে হেরে মুষড়ে পড়েছিলেন তিনি। তার পর কঠোর পরিশ্রম। অবশেষে স্বপ্নপূরণ হল। ইউএস ওপেনের নতুন রানি সাবালেঙ্কা।
শনিবার রাতে ইউএস ওপেনের ফাইনালে জেসিকা পেগুলাকে সরাসরি সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন বেলারুশের তারকা। সাবালেঙ্কা স্ট্রেট সেটে জিতলেও ফাইনালে লড়াই মোটেই একপেশে হয়নি। দুটি সেটই গড়িয়েছে টাইব্রেকার পর্যন্ত। আর দুবারই শেষ হাসি হেসেছেন সাবা। ফাইনালে তিনি জিতলেন ৭-৫, ৭-৫ ব্যবধানে। এই প্রথম কোনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেছিলেন প্রতিপক্ষ জেসিকা। অভিজ্ঞ সাবালেঙ্কার সামনে চাপ সামলাতে পারেননি তিনি।
[আরও পড়ুন: রুপো বদলে গেল সোনায়, প্যারালিম্পিকে স্বপ্নপূরণ ভারতের নভদীপের]
এই নিয়ে নিজের কেরিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতলেন সাবালেঙ্কা। ২০২৩ এবং ২০২৪ পর পর দু’বার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। প্রথমবার বার ইউএস ওপেন জিতলেন। মাত্র ২৬ বছর বয়সী এই টেনিস সুন্দরী এই মুহূর্তে বিশ্ব র্যাঙ্কিংয়ে দু'নম্বরে।
[আরও পড়ুন: আইএসএলে অভিষেক মহামেডানের, কোথায় এগিয়ে সাদা-কালো ব্রিগেড, দুর্বলতাই বা কোথায়?]
এক বছর আগে এই ইউএস ওপেনেই স্বপ্নভঙ্গ হয় সাবালেঙ্কার। সেবার ফাইনালে হেরে খেতাব হাতছাড়া করেন তিনি। আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি। হতাশায় লকার রুমে ফিরে র্যাকেট ভেঙে ফেলেছিলেন। এবার সেই হতাশা আনন্দে বদলে গেল। শেষে বলে গেলেন, "সব সময় স্বপ্ন দেখতাম এই সুন্দর ট্রফিটা জেতার। অবশেষে জিততে পারলাম। ভীষণ গর্বিত মনে হচ্ছে।"