সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্পাইডার ম্যানের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই৷ আট থেকে আশি সকলের মন ছুঁয়েছে সে৷ তবে সেলুলয়েডের বাইরে স্পাইডার ম্যানের অস্তিত্ব রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন জেগেছে অনেকের৷ কিন্তু সেই প্রশ্নের উত্তর মেলেনি এখনও৷ বর্তমানে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে মানুষমুখো একটি মাকড়সা৷ ওই মাকড়সাটি স্পাইডার ম্যান কি না, তা নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা৷
[আরও পড়ুন: ‘জাতিস্মর’ হয়ে ফিরে এসেছেন প্রিন্সেস ডায়না! এখন বয়স ৪]
চিনের হুনান প্রদেশে দেখা গিয়েছে ওই মাকড়সাটি৷ সবুজ রঙের মাকড়সাটি দিব্যি ঘুরে ফিরে বেড়াচ্ছে গাছের ডালে৷ পায়ের সংখ্যা আটটি৷ সাধারণত আমরা যে মাকড়সা দেখি, তার সঙ্গে ভাইরাল মাকড়সাটির কোনও ফারাক নেই৷ কিন্তু মাকড়সাটির মুখে দেখা গিয়েছে দুটি চোখ৷ সঙ্গে রয়েছে কয়েকটি চুলও৷ অদ্ভুতদর্শন এই মাকড়সাটির সঙ্গে মানুষের মিল পেয়েছেন অনেকেই৷
বিরল প্রজাতির মাকড়সাটির গতিবিধি নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে নিমেষেই৷ সোশ্যাল মিডিয়ার সেনসেশন মাকড়সাটি নিয়ে চলছে জোর আলোচনা৷ তাহলে কি সত্যিই দেখা মিলল স্পাইডার ম্যানের, প্রশ্ন তুলছেন নেটিজেনরা৷
The post গাছের ডালে ঘুরছে মানুষমুখো মাকড়সা! নেটদুনিয়ায় ভাইরাল ‘স্পাইডার ম্যান’ appeared first on Sangbad Pratidin.