shono
Advertisement

গাছের ডালে ঘুরছে মানুষমুখো মাকড়সা! নেটদুনিয়ায় ভাইরাল ‘স্পাইডার ম্যান’

কোথায় দেখা মিলল ওই মাকড়সার? The post গাছের ডালে ঘুরছে মানুষমুখো মাকড়সা! নেটদুনিয়ায় ভাইরাল ‘স্পাইডার ম্যান’ appeared first on Sangbad Pratidin.
Posted: 07:11 PM Jul 19, 2019Updated: 06:44 PM Jul 20, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্পাইডার ম্যানের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই৷ আট থেকে আশি সকলের মন ছুঁয়েছে সে৷ তবে সেলুলয়েডের বাইরে স্পাইডার ম্যানের অস্তিত্ব রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন জেগেছে অনেকের৷ কিন্তু সেই প্রশ্নের উত্তর মেলেনি এখনও৷ বর্তমানে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে মানুষমুখো একটি মাকড়সা৷ ওই মাকড়সাটি স্পাইডার ম্যান কি না, তা নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা৷

Advertisement

[আরও পড়ুন: ‘জাতিস্মর’ হয়ে ফিরে এসেছেন প্রিন্সেস ডায়না! এখন বয়স ৪]

চিনের হুনান প্রদেশে দেখা গিয়েছে ওই মাকড়সাটি৷ সবুজ রঙের মাকড়সাটি দিব্যি ঘুরে ফিরে বেড়াচ্ছে গাছের ডালে৷ পায়ের সংখ্যা আটটি৷ সাধারণত আমরা যে মাকড়সা দেখি, তার সঙ্গে ভাইরাল মাকড়সাটির কোনও ফারাক নেই৷ কিন্তু মাকড়সাটির মুখে দেখা গিয়েছে দুটি চোখ৷ সঙ্গে রয়েছে কয়েকটি চুলও৷ অদ্ভুতদর্শন এই মাকড়সাটির সঙ্গে মানুষের মিল পেয়েছেন অনেকেই৷

বিরল প্রজাতির মাকড়সাটির গতিবিধি নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে নিমেষেই৷ সোশ্যাল মিডিয়ার সেনসেশন মাকড়সাটি নিয়ে চলছে জোর আলোচনা৷ তাহলে কি সত্যিই দেখা মিলল স্পাইডার ম্যানের, প্রশ্ন তুলছেন নেটিজেনরা৷

The post গাছের ডালে ঘুরছে মানুষমুখো মাকড়সা! নেটদুনিয়ায় ভাইরাল ‘স্পাইডার ম্যান’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার