shono
Advertisement

দেশে করোনায় মৃত্যুর গণ্ডি ৫০ হাজার ছাড়াল, দৈনিক আক্রান্ত ও কোভিডজয়ীর সংখ্যা প্রায় সমান

গত ৪৮ ঘণ্টায় নিম্নমুখী দৈনিক সংক্রমণের হার। The post দেশে করোনায় মৃত্যুর গণ্ডি ৫০ হাজার ছাড়াল, দৈনিক আক্রান্ত ও কোভিডজয়ীর সংখ্যা প্রায় সমান appeared first on Sangbad Pratidin.
Posted: 09:46 AM Aug 17, 2020Updated: 09:50 AM Aug 17, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামান্য স্বস্তি। গত ২৪ ঘণ্টায় ৬০ হাজারের নিচে নাম দৈনিক সংক্রমণ। তবে একই দিনে দেশে মৃত্যুর সংখ্যা ৫০ হাজারের গণ্ডি পার করল। সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, একদিনে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৯৮২ জন। আর মৃত্যু হয়েছে ৯৪১ জনের। তবে এর মধ্যেও স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। 

Advertisement

আগস্টের শুরু থেকেই বিশ্বে রেকর্ড গড়ছিল ভারতের দৈনিক সংক্রমণ। তবে ৪৮ ঘণ্টায় এই সংক্রমণের গ্রাফ সামান্য নিম্নমুখী। রবিবারের সরকারি পরিসংখ্যান বলছে, শনিবার দেশে সংক্রমিত হয়েছিলেন  ৬৩ হাজার ৪৮৯ জন। সেই তুলনায় বেশকিছুটা কমেছে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ। রবিবার দেশে সংক্রমিত হয়েছেন ৫৭ হাজার ৯৮২ জন। ফলে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬ লক্ষ ৪৭ হাজার ৬৬৪ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড জয়ীর সংখ্যা ও  দৈনিক সংক্রমিতের সংখ্যার সঙ্গে প্রায় সমান।  হিসেব বলেছে, একদিনে দেশে করোনামুক্ত হয়েছেন ৫৭ হাজার ৫৮৫ জন। ফলে দেশে মোট কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ১৯ হাজার ৮৪৩ জন। তবে দেশে এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৬ লক্ষ ৭৬ হাজার ৯০০ জন।

[আরও পড়ুন : ভ্যাকসিন আবিষ্কার হলে তা প্রথমে দেওয়া হবে কোভিড যোদ্ধাদের, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী]

দেশে সংক্রমণ বাড়তে থাকলেও  অন্যান্য দেশের তুলনায় মৃত্যুর হার অনেকটাই কম। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৯৪১ জনের। ফলে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫০ হাজার ৯২১ জন।

 

The post দেশে করোনায় মৃত্যুর গণ্ডি ৫০ হাজার ছাড়াল, দৈনিক আক্রান্ত ও কোভিডজয়ীর সংখ্যা প্রায় সমান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার