shono
Advertisement

ভারতীয় ক্রিকেটের নয়া সেনসেশন! বিস্ময় বালকের বলে আউট রোহিত-ধাওয়ান

দিল্লির দূষণ নিয়ে চিন্তায় অশ্বিন। The post ভারতীয় ক্রিকেটের নয়া সেনসেশন! বিস্ময় বালকের বলে আউট রোহিত-ধাওয়ান appeared first on Sangbad Pratidin.
Posted: 12:12 PM Nov 02, 2019Updated: 01:09 PM Nov 02, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবারই বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি দিল্লিতে। তার আগে শুক্রবার নেটে বাঁ-পায়ের উরুতে রোহিত শর্মা চোট পাওয়ায় চিন্তার ভাঁজ পড়ে ভারতীয় শিবিরে। যদিও পরে সিরিজের ক্যাপ্টেন জানিয়ে দেন তিনি সম্পূর্ণ ফিট। প্রথম ম্যাচে খেলতে কোনও অসুবিধা নেই তাঁর। রোহিতের চোটের পাশাপাশি অবশ্য এদিন ভারতীয় দলের প্র্যাকটিসে নজর কাড়েন এক তরুণ। না, তিনি টিম ইন্ডিয়ার ক্রিকেটার নন। কিন্তু তাঁর সূক্ষ্ম পেস অ্যাটাকেই কুপোকাত হিটম্যান ও শিখর ধাওয়ান।

Advertisement

ডান-হাতি মিডিয়াম পেসার কেশব দবসের ডেলিভারি মুগ্ধ করেছে ভারতীয় দলের টপ-অর্ডার ব্যাটসম্যানদের। অফ-স্টাম্পের সামান্য বাইরে পড়া গুড লেংথের বলটি রোহিতের ব্যাটের কানায় গিয়ে লাগলে আউট হন তিনি। এরপরই ফুল লেংথের ডেলিভারি ধাওয়ানের ব্যাট-প্যাডের ফাঁক গলে উইকেট ভেঙে দেয়। দিল্লির তরুণের প্রতিভায় বিস্মিত সাদা-বলের তুখড় ব্যাটসম্যানরা। কেশবের এই দক্ষতাই তাঁকে রাতারাতি হিরো করে তুলেছে। বছর উনিশের উচ্ছ্বসিত বিস্ময় বালক বলছেন, “দারুণ লাগছে। এর চেয়ে বেশি আর কী বলব বুঝতে পারছি না।”

[আরও পড়ুন: ঘোষিত টি-২০ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি, প্রোটিয়াদের বিরুদ্ধে অভিযান শুরু ভারতের]

ম্যাচের আগে ১ ও ২ নভেম্বর অপশনাল প্র্যাকটিস ছিল টিম ইন্ডিয়ার। দিল্লির যা পরিস্থিতি, তাতে এমন বায়ুদূষণের মধ্যে ক্রিকেটারদের অনুশীলনে বিশেষ জোর দেওয়া হচ্ছে না। তবে এমন আবহেও শুক্রবার প্র্যাকটিস সারেন রোহিতরা। রাত পোহালেই শুরু ম্যাচ। কিন্তু রাজধানীর দূষণের মাত্রায় কোনও হেলদোল নেই। ইতিমধ্যেই ‘এমার্জেন্সি’র কাঁটা ছুঁয়েছে দূষণ। এমন অবস্থাতেও দিল্লিতে ম্যাচ আয়োজিত হতে চলায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় তারক রবিচন্দ্রন অশ্বিন। টুইটারে তিনি লেখেন, “দিল্লির বায়ুদূষণের মাত্র সত্যিই ভয়ংকর হয়ে উঠেছে। পূথিবীতে বাঁচতে পর্যাপ্ত অক্সিজেন প্রয়োজন সকলেরই। এটা নিঃসন্দেহে এমার্জেন্সি।”

মাঠে পলিউশন মাস্ক পরেও প্র্যাকটিস করতে দেখা গিয়েছে বাংলাদেশি উইকেটকিপারকে। তা সত্ত্বেও দিল্লিতে খেলার জন্য সবুজ সংকেত দেখিয়েছে দুই দেশের বোর্ডই। এখনও পর্যন্ত আটবার টি-টোয়েন্টির লড়াইয়ে মুখোমুখি হয়ে কোনওবারই ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। এবার আবার শাস্তির কবলে পড়ে বাদ গিয়েছেন দলের অন্যতম ভরসা শাকিব আল হাসান। এবার দেখার কোহলিহীন ভারতের বিরুদ্ধে বাংলাদেশ জয়ের ইতিহাস রচনা করতে পারে কি না।

[আরও পড়ুন: ফুটবল খেলে রাজ্যের মুখ উজ্জ্বল করেছেন ধোনি! ভাইরাল মুখ্যমন্ত্রীর ভাষণের ভিডিও]

The post ভারতীয় ক্রিকেটের নয়া সেনসেশন! বিস্ময় বালকের বলে আউট রোহিত-ধাওয়ান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement