সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগেও কিংবদন্তি অজি স্পিনার শেন ওয়ার্ন বলছিলেন, বর্তমান বিশ্বে মাত্র দুজন ব্যাটসম্যান আছেন, যাঁরা সব ধরনের ফরম্যাটে অবিশ্বাস্য ব্যাটিং করতে পারেন। একজন বিরাট কোহলি এবং অন্যজন এবি ডিভিলিয়ার্স। ৩৪ বছর বয়সেও অপ্রতিরোধ্য এবি। কিন্তু বাইশ গজে আর তাঁর দাপট দেখা যাবে না। কারণ বুধবারই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দিলেন প্রোটিয়া ব্যাটসম্যান।
[রুদ্ধশ্বাস ম্যাচে হায়দরাবাদকে হারিয়ে আইপিএলের ফাইনালে ধোনি অ্যান্ড কোং]
তিনি ক্রিজে থাকা মানেই ছিল দলের অন্যতম ভরসার জায়গা। তা সে টেস্টের জার্সি গায়ে হোক কিংবা ওয়ানডে বা টি-টোয়েন্টি। কিন্তু দীর্ঘ প্রায় ১৪ বছরের কেরিয়ারে আচমকাই ইতি টানলেন এবি। দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও তাঁর এত বড় সিদ্ধান্ত যেন মেনে নিতে পারছেন না ক্রিকেটপ্রেমীরা। কেন এমন ভাবনা? নিজেই উত্তর দিলেন এবি। টুইটার হ্যান্ডেলে প্রোটিয়া তারকা লিখেছেন, “আজ একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেললাম। ১১৪ টা টেস্ট, ২২৮ টা ওয়ানডে আর ৭৮ টা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর মনে হচ্ছে এটাই অবসর নেওয়ার সঠিক সময়। এবার অন্যদের জায়গা করে দেওয়া উচিত। সত্যি কথা বলতে কী, আমার কাজ শেষ। আমি ক্লান্ত। সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল না। তবে অনেক ভেবে-চিন্তে দেখলাম ফর্মে থাকাকালীনই বুটজোড়া তুলে রাখা ভাল। ভারত এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতেছি। তাই এটাই একদম ঠিক সময়। এরপর হয়তো ভাবা হত আমায় কোন ফরম্যাটে দলে নেওয়া হবে বা কোনটায় রাখা হবে না। সেটা ভাল লাগত না। সবুজ-সোনালি জার্সি গায়ে হয় সবকিছুতে থাকব আর নাহলে থাকবই না। তবে দক্ষিণ আফ্রিকা দলের সমস্ত কোচ ও সাপোর্ট স্টাফদের ধন্যবাদ দিতে চাই এত বছর আমায় সমর্থন করে যাওয়ার জন্য। এবং আলাদা করে ধন্যবাদ দেব সব সতীর্থ এবং সমর্থকদের। যাঁরা পাশে না থাকলে এতগুলো বছর খেলা চালিয়ে যাওয়াই সম্ভব হত না।” শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, ক্লাব ক্রিকেটেও যে তাঁর আপাতত খেলার কোনও ইচ্ছে নেই, সেকথাও জানিয়ে দিলেন ডিভিলিয়ার্স। বরং ঘরোয়া ক্রিকেট চালিয়ে যেতে ইচ্ছুক তিনি।
দীর্ঘ প্রায় ১৪ বছরের কেরিয়ারে তাঁর রেকর্ডের খাতাও বেশ মোটা। একদিনের ক্রিকেটে দ্রুততম অর্ধশতরান (১৬ বলে), দ্রততম সেঞ্চুরি (৩১ বলে) এবং দ্রুততম ১৫০ রানের (৬৪ বলে) মালিক তিনি। দ্বিতীয় প্রোটিয়া ব্যাটসম্যান হিসেবে টেস্টে সর্বোচ্চ ২৭৮ রানের (অপরাজিত) পাশে লেখা তাঁরই নাম। আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ পয়েন্টের (৯৩৫) অধিকারী তিনি। ২০১৪ ও ১৫ সালে দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারও পেয়েছিলেন তিনি। তাঁর অবসরের সিদ্ধান্ত জোর ধাক্কা দিয়েছে গোটা ক্রিকেট বিশ্বকে। মর্মাহত দক্ষিণ আফ্রিকা বোর্ড। সভাপতি ক্রিস নেনজানি বলেন, “দক্ষিণ আফ্রিকার সর্বকালের সেরাদের তালিকায় রয়েছেন এবি। তাঁর ব্যাটিং স্টাইল ক্রিকেটের প্রত্যেকটা ফরম্যাটকে অন্য একটা মাত্রায় পৌঁছে দিয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার হল, আন্তর্জাতিক মঞ্চ হোক কিংবা ঘরোয়া ক্রিকেটের বাইশ গজ, সবসময় নতুন ক্রিকেটারদের অনুপ্রেরণা দেন এবির ফর্ম। তাঁর থেকে জুনিয়ররা অনেককিছু শিখেছে। আমরা প্রত্যেকে ওকে মিস করব।”
[বার্সা বিদায়ের রাতে আবেগাপ্লুত ইনিয়েস্তা, মনে করালেন মাস্টার ব্লাস্টারকে]
The post আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ‘ক্লান্ত’ ডিভিলিয়ার্স appeared first on Sangbad Pratidin.
