shono
Advertisement

AFC Cup: মালদ্বীপে গেলেন না ফেরান্দো, দলে নেই পেত্রাতোস-বুমোস! কিন্তু কেন?

বড় সিদ্ধান্ত নিল মোহনবাগান।
Posted: 02:04 PM Dec 10, 2023Updated: 02:04 PM Dec 10, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এএফসি কাপের (AFC Cup 2023) মাজিয়া এফসি (Maziya FC) ম্যাচ খেলতে মালদ্বীপ উড়ে গেল মোহনবাগান (Mohun Bagan)। যদিও এএফসি কাপের গ্রুপ পর্বের সোমবারের এই ম্যাচটির আর কোনও গুরুত্ব নেই দুই দলের কাছেই। ওড়িশা এফসির কাছে এএফসি কাপের গত ম্যাচে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছেন হুগো বুমোসরা (Hugo Boumous)। তাই, নিয়মরক্ষার এই ম্যাচ নিয়ে খুব বেশি ভাবছেও না সবুজ-মেরুন শিবির।

Advertisement

একঝাঁক তরুণ ফুটবলারকেই পরখ করে নেবেন হেড কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferando)। যদিও হেড কোচ ফেরান্দো দলের সঙ্গে মালদ্বীপ যাননি। এমনকী, কোন বিদেশিকেও নিয়ে যাওয়া হয়নি মাজিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলতে। এই ম্যাচ খেলতে ফারদিন আলি মোল্লা, অভিষেক সূর্যবংশী, সুমিত রাঠি-সহ মোট ১৩ জন ফুটবলার গিয়েছেন । চোট-আঘাতে জর্জরিত মোহনবাগান এই মুহূর্তে ঝুঁকি নিয়ে শুভাশিস বসুদের পাঠায়নি মালদ্বীপ। 

[আরও পড়ুন: ফর্মের বিচারে অধিনায়ক হিসেবে রোহিতই ফেভারিট, টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাটকেও চাইছেন গম্ভীর]

হেড কোচ ফেরান্দোও যাননি দলের সঙ্গে। তিনি আপাতত কলকাতায় রয়ে গিয়েছেন। এই ম্যাচে মোহনবাগানের কোচ হিসাবে দায়িত্বে থাকবেন ফেরান্দোর সহকারী হিসাবে কাজ করা ক্লিফোর্ড মিরান্ডা। দলের সঙ্গে গিয়েছেন গোলকিপার কোচ অভিজিৎ মণ্ডল। এদিকে, আগামী কয়েকদিনের মধ্যেই শহরে পা রাখছেন মোহনবাগানের টেকনিক‌্যাল ডিরেক্টর আন্তোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)।

মোহনবাগানের মাথায় এখন আইএসএল ম্যাচ। গত ম্যাচে ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচেও সাহাল আব্দুল সামাদ, অনিরুধ থাপা, গ্লেন মার্টিন্স, কিয়ান নাসিরিরা চোট পেয়েছিলেন। আগামী শুক্রবার, ১৫ ডিসেম্বর আইএসএলের নর্থ ইস্ট-ইউনাইটেড ম্যাচ। সেই ম্যাচের আগে চোট পাওয়া ফুটবলারদের সুস্থ করাই মূল লক্ষ্য ফেরান্দোর। দিমিত্রি পেত্রাতোস আর মনবীর সিং ক্রমশ সুস্থ হচ্ছেন। ফেরান্দো অনুশীলনও করিয়েছেন মালদ্বীপ না যাওয়া ফুটবলারদের। ওড়িশার কাছে এএফসি কাপের ম্যাচে বিধ্বস্ত হওয়ার পর আইএসএলের ম্যাচে ওড়িশার সঙ্গে ড্র করেছে মোহনবাগান। 

[আরও পড়ুন: দুই বছর পর জাতীয় দলে ফিরলেন কেকেআর তারকা! কে তিনি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement