সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেস। ইংরেজিতে এর অর্থ গুড এয়ার। কলকাতায় এবার আর্জেন্টিনার বাতাস বইবে। সব ঠিকঠাক থাকলে কলকাতার ক্লাবে আসতে চলেছেন আর্জেন্টিনার ফুটবলার অ্যালেক্সিজ গোমেজ (Alexis Nahule)।
নতুন মরশুমে অ্যালেক্সিজকে সাদা-কালো জার্সিতে খেলতে দেখা যাবে। মহামেডান স্পোর্টিংয়ের (Mohammedan Sporting Club) সঙ্গে তাঁর কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে বলেই খবর। আর্জেন্টিনা থেকে সুদেভায় খেলতে এসেছিলেন অ্যালেক্সিজ। তাঁর খেলা নজর কেড়েছিল। সুদেভার কোচ শঙ্করলাল চক্রবর্তীও সোশ্যাল মিডিয়ায় প্রশংসা করেছিলেন অ্যালেক্সিজের । কিন্তু এবারের আই লিগে সুদেভা হতশ্রী পারফরম্যান্স করেছে। নতুন মরশুমে তাই ক্লাব বদল করছেন অ্যালেক্সিজ। চলে আসছেন মহামেডান স্পোর্টিং ক্লাবে।
[আরও পড়ুন: সেমিফাইনালে বদলার ম্যাচ, হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে চোটই চিন্তা মোহনবাগানের]
উল্লেখ্য, আর্জেন্টিনার বিশ্বজয়ী দলের সদস্য এনজো ফার্নান্দেজের বন্ধু অ্যালেক্সিজ। একসঙ্গে বেড়ে উঠেছেন দু’ জন। নিজের খেলা প্রসঙ্গে অ্যালেক্সিজ বলে থাকেন, তাঁর খেলার ধরন অনেকটা কার্লোস তেভেজের মতো। ভারতে তাঁর খেলার প্রশংসাও করেছেন অনেকে। এই মরশুম প্রায় শেষের মুখে। সব ঠিকঠাক থাকলে নতুন মরশুমে ফুটবলের মক্কায় খেলতে দেখা যেতে পারে অ্যালেক্সিজকে।