স্টাফ রিপোর্টার: বিরাট কোহলিরা নিউজিল্যান্ড সফর শেষ করে যখন দেশে ফিরে দেখবেন, নতুন দুই জাতীয় নির্বাচক দায়িত্ব নিয়ে ফেলেছেন! ভারতীয় বোর্ডের ক্রিকেট উপদেষ্টা কমিটির সদস্য মদনলালের কথা ধরলে তো তেমনই দাঁড়াচ্ছে। সোমবার ’৮৩-র বিশ্বজয়ী ভারতীয় টিমের সদস্য বলে দেন, চুয়াল্লিশ জন আবেদন জমা করেছেন নির্বাচক পদপ্রার্থী হিসেবে। তাঁদের মধ্যে বেঙ্কটেশ প্রসাদ(Venkatesh Prasad) , অজিত আগরকর (Ajit Agarkar), লক্ষ্ণণ শিবরামকৃষ্ণণরাও (Laxman Sivaramakrishnan) আছেন। দু’জন জাতীয় নির্বাচকের স্লট খালি হচ্ছে। নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ এবং গগন খোড়ার মেয়াদ শেষ হয়েছে। তাঁদেরই পরিবর্ত নেওয়া হবে। আর সেটা নিউজিল্যান্ড সফর শেষ হওয়ার আগেই।
কিন্তু প্রশ্ন হচ্ছে, আসছেন কারা? সোমবার রাত পর্যন্ত প্রাথমিক ভাবে যা ইঙ্গিত, তাতে কিছুটা হলেও নির্বাচক প্রধান হওয়ার দৌড়ে নাকি এগিয়ে বেঙ্কটেশ প্রসাদ। দক্ষিণাঞ্চল থেকে প্রসাদ এবং মধ্যাঞ্চল থেকে রাজেশ চৌহান, এঁরা দু’জনই নাকি আপাতত কিছুটা এগিয়ে। অন্তত ওয়াকিবহাল মহলের কাছে তাই খবর। যদিও তাঁরা সতর্ক করছেন, আগামী দিনে অনেক পরিবর্তনই ঘটতে পারে। মাঝে শোনা যাচ্ছিল, আগরকর নির্বাচক প্রধান হয়ে যেতে পারেন। কিন্তু ইতিমধ্যেই পশ্চিমাঞ্চল থেকে যতীন পরাঞ্জপে আছেন নির্বাচক হিসেবে। লোধা সংস্কারে আঞ্চলিক ভিত্তিতে নির্বাচক নির্বাচন তুলে দেওয়া হয়েছে। কিন্তু, বোর্ড নাকি তা করতে চাইছে না। কারণ তাতে নেতিবাচক দৃষ্টান্ত তৈরি করা হবে। যার ফায়দা কেউ ভবিষ্যতে তুলতেই পারে।
[আরও পড়ুন: ‘এবার অস্ট্রেলিয়াতেও দিন-রাতের টেস্ট খেলবেন কোহলিরা’, জানালেন সৌরভ]
এদিকে, কাজকর্ম শুরু করার আগেই বড় ধাক্কা খেল ভারতীয় বোর্ডের ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (আইসিএ)। অশোক মালহোত্রা নেতৃত্বাধীন সর্বভারতীয় ক্রিকেটার সংস্থা। তারা প্রথমে ঠিক করেছিল যে, বোর্ডের কাছে ষোলো কোটি টাকার বাজেট পেশ করবে। কিন্তু সেই পূর্ণ চাহিদা মেটানো দূরস্থান, মাত্র দু’কোটি টাকা এখনও পর্যন্ত মঞ্জুর করল বোর্ড! শনিবার বোর্ডের সঙ্গে সর্বভারতীয় ক্রিকেটার সংস্থার বৈঠক ছিল। সেই বৈঠকের পর জানাজানি হয় যে, আইসিএ-কে দু’কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। শোনা গেল, গত বছর অক্টোবরে সংস্থা তৈরি হওয়ার পর প্রাথমিকভাবে আইসিএ ষোলো কোটি টাকার বাজেট দিয়েছিল।
[আরও পড়ুন: ঘোষিত এশিয়া বনাম বিশ্ব একাদশ সিরিজের ক্রীড়াসূচি, খেলবেন ৫ ভারতীয় ক্রিকেটার!]
যার মধ্যে স্বতন্ত্র অফিস নির্মাণ থেকে শুরু করে সেখানে কর্মচারী নিয়োগ সব কিছুর কথা বলা ছিল। কিন্তু বোর্ড পরবর্তী কালে নাকি জানায় যে, ষোলো কোটি টাকা দেওয়া কোনও মতেই দেওয়া সম্ভব নয়। এবং বাজেটকে কাটছাঁট করে ছ’কোটিতে নামাতে হয় আইসিএ-কে। কিন্তু সেটাও শেষ পর্যন্ত কতটা দেওয়া হবে, সন্দেহ আছে। কারণ দু’কোটি টাকা এখনও পর্যন্ত মঞ্জুর করা হয়েছে। উল্লেখ্য, টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাদের সুযোগ-সুবিধা সম্পর্কে বোর্ডকে পরামর্শ দেওয়ার জন্য এই আইসিএ তৈরি হয়েছে।
The post লোধার সুপারিশকে গুরুত্ব নয়! পুরনো রীতি মেনেই নির্বাচক বাছাই করবে বিসিসিআই appeared first on Sangbad Pratidin.