shono
Advertisement
Lionel Messi

মুখে চুইংগাম, মেসির সঙ্গে পরপর সেলফি! মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর স্ত্রীর কীর্তি ভাইরাল

অম্রুতা ফড়ণবীসের ব্যবহারকে 'অসৌজন্য' বলছেন ক্রীড়াপ্রেমীরা।
Published By: Kishore GhoshPosted: 11:56 PM Dec 14, 2025Updated: 11:56 PM Dec 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুটবলের শহরই ফুটবলের ঈশ্বরকে অভ্যর্থনা জানাতে ব্যর্থ হয়েছে। মানুষটির নাম যেহেতু লিওনেল মেসি, ফলে আন্তর্জাতিক স্তরে মুখ পুড়েছে কলকাতা, রাজ্য এবং ভারতের। যদিও যুবভারতীর উত্তেজনার আঁচ পড়েনি হায়দরাবাদে। সেখানে 'ভক্ত' ও 'ভগবান' উভয়পক্ষকেই খুশ দেখিয়েছে। কিন্তু মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের স্ত্রী যে অসৌজন্য দেখালেন মেসির সঙ্গে, তা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। যেখানে দেখা গিয়েছে, চুইংগাম চেবাতে চেবাতে আর্জেন্তিনীয় অধিনায়কের সঙ্গে পরপর সেলফি তুলছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর স্ত্রী।

Advertisement

এমনিতে হায়দরাবাদে মেসির গোট কনসার্ট সুপারহিট হওয়ার পর বাণিজ্যনগরী মুম্বাই সাক্ষী থেকেছে এক বিরল মুহূর্তের। রবিবাসরীয় সন্ধ্যায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক ফ্রেমে দেখা গিয়েছে দুই ‘গোট’ লিওনেল মেসি এবং শচীন তেণ্ডুলকরকে। ঐতিহাসিক মুহূর্ত উপভোগ করেন উপস্থিত দর্শকরা। মেসি-শচীনের সঙ্গী হন ভারতীয় ফুটবলের মুখ সুনীল ছেত্রিও। ফুটবল নিয়েও মাঠে নামেন ওরা। সব ভালো চলছিল। কিন্তু এক বালতি দুধে এক ফোটা চোনা ফেলার কাজ করেন দেবেন্দ্র ফড়ণবীসের স্ত্রী অম্রুতা ফড়ণবীস।

যে ভঙ্গিতে তিনি মেসির পাশে এসে দাঁড়ান এবং একটার পর একটা সেলফি তুলতে থাকেন, তাকে 'অসৌজন্য'ই বলছেন ক্রীড়াপ্রেমীরা। অম্রুতা চুইংগাম চেবাতে কিংবদন্তি মেসির সামনে এসে দাঁড়ান। ওভাবেই বারবার সেলফির আবদার করেন। যেন মুখ্যমন্ত্রীর স্ত্রীর সঙ্গে সেলফি তুলতেই ভারতে এসেছেন ফুটবলের বরপুত্র! এই ভিডিওই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। নেটিজেনদের বক্তব্য, ভারতের কোনও একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর স্ত্রী বলে মাথা কিনে নেননি অম্রুতা। মেসির মতো পৃথিবীর শ্রেষ্ঠ ফুটবলারের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় তা জানা নেই ওঁর। বারবার সেলফি আবদার করে কার্যত মেসিকে বিরক্ত করেছেন তিনি। তাও আবার চুইংগাম চিবোতে চিবোতে। অম্রুত অবশ্য এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বারবার সেলফি আবদার করে কার্যত মেসিকে বিরক্ত করেছেন তিনি।
  • এমনিতে হায়দরাবাদে মেসির গোট কনসার্ট সুপারহিট হওয়ার পর বাণিজ্যনগরী মুম্বাই সাক্ষী থেকেছে এক বিরল মুহূর্তের।
Advertisement