shono
Advertisement

সন্তোষে চারে চার, নরহরির জোড়া গোলে ছত্তিশগড়কে হারাল বাংলা

প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ তৈরি করেছিল বাংলা।
Posted: 06:57 PM Jan 13, 2023Updated: 07:07 PM Jan 13, 2023

বাংলা- ছত্তিশগড়
(নরহরি-২)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চারে চার। সন্তোষ ট্রফিতে (Santosh Trophy) এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে বিশ্বজিৎ ভট্টাচার্যের ছেলেরা। আর চারটি ম্যাচেই জিতেছে। শুক্রবার বাংলার (Bengal) প্রতিপক্ষ ছিল ছত্তিশগড়। সেই ম্যাচেও বাংলার আধিপত্য বজায় থাকল। এদিন বাংলা ২-০ গোলে হারাল ছত্তিশগড়কে। বাংলার হয়ে জোড়া গোল করেন নরহরি শ্রেষ্ঠ। 

Advertisement

হরিয়ানাকে হারিয়ে সন্তোষে বাংলার অভিযান শুরু হয়েছিল। দ্বিতীয় ম্যাচে দমন ও দাদরাকে পাঁচ গোলে মাটি ধরিয়েছিল বাংলা। মধ্যপ্রদেশকেও পাঁচ গোলের মালা পরিয়েছিল বাংলা। এদিন দু’টি গোল করে বাংলা। তাদের পরবর্তী ম্যাচ চলতি মাসের ১৫ তারিখ। বাংলার প্রতিপক্ষ মহারাষ্ট্র। ম্যাচটি হবে দুপুর সাড়ে তিনটেয়। 

[আরও পড়ুন: ইডেনে সিরিজ জয়ের পরে কোহলি-ঈশান কিষানের উদ্দাম নাচ, ভিডিও ভাইরাল]

 

এদিন দ্বিতীয়ার্ধেই দুটো গোল করেন নরহরি। বিশ্বজিৎ বলছিলেন, ”নরহরির পায়ে লেগেছিল আগেই। সেই কারণে ওকে শুরুতে নামানো হয়নি। নরহরিকে নিয়ে ঝুঁকি নিতে চাইনি। দ্বিতীয়ার্ধে নামানো হয় নরহরিকে। আর দুটো গোলই করেছে নরহরি। ম্যাচের সেরাও হয়েছে ও।” বলতে গেলে নরহরি নামার পরই ম্যাচের রং বদলে যায়।  ম্যাচের ভাগ্যও বদলে দেন নরহরি একাই।  

তবে প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ তৈরি করেছিল বাংলা। সেই সব সুযোগ নষ্টও হয়। সুযোগের সদ্ব্যবহার করতে পারলে বিরতির আগেই একাধিক গোলে এগিয়ে থাকতে পারত বাংলা। নরহরির গোল দুটোর পিছনে অবদান রয়েছে দীপক রেজ্জাকের। তিনিই গোলের গন্ধ মাখা বল বাড়িয়েছেন নরহরিকে। বাংলা কোচ বলছিলেন, ”চারটি ম্যাচে আমরা ১৫টি গোল করেছি। প্রায় এগারোটি গোলের ক্ষেত্রে কৃতিত্ব রয়েছে দীপকের। এদিনও খুব ভাল খেলেছে ও।” সব মিলিয়ে এখনও পর্যন্ত সন্তোষ ট্রফিতে বাংলা দুদ্দাড়িয়ে এগিয়ে চলেছে।  

[আরও পড়ুন: বার্সেলোনায় মেসিকে শুনতে হয়েছিল ‘নোংরা ইঁদুর’, ‘বামন’, হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাট ফাঁস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement