সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা রঞ্জি ট্রফি জিততে পারেনি। ঘরের মাঠে সৌরাষ্ট্রের কাছে মেগা ফাইনাল হেরে যায় মনোজ তিওয়ারির বঙ্গ ব্রিগেড। তবে তাতে কী! বাইশ গজের যুদ্ধে কিছু পারফরম্যান্সকে একেবারেই এড়িয়ে যাওয়া যায় না। যেমনটা ঘটল বাংলার দুই প্রতিভাবান সুদীপ ঘরামি ও আকাশ দীপের সঙ্গে। পুরো রঞ্জি মরসুম জুড়ে মাঠ জুড়ে দাপট দেখানোর জন্য এবারের সিএবি বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরা ক্রিকেটারের পুরস্কার পাবেন সুদীপ। আর আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে পারফর্ম করা আকাশের হাতে তুলে দেওয়া হবে সেরা বোলারের শিরোপা। ৯ সেপ্টেম্বর এই অনুষ্ঠান আয়োজিত হবে।
ময়ঙ্ক আগরওয়াল, অর্পিত ভাসাবাদা, অনুষ্টুপ মজুমদারদের মতো ঘরোয়া ক্রিকেটে দাপট দেখানো তারকাদের ভিড়েও সমান ভাবে উজ্জ্বল এই ২৪ বছরের এই ডানহাতি ব্যাটার। সেটা ২০২২-২৩ মরশুমের রঞ্জি ট্রফির পরিসংখ্যান বলে দিচ্ছে। এই তালিকার ছয় নম্বরে রয়েছেন সুদীপ। ১০ ম্যাচের ১৮ ইনিংসে তাঁর রান ৮০৩। গড় ৮৩.০০। স্ট্রাইক রেট ৫০.১৫। সঙ্গে রয়েছে ৩টি শতরান ও ৩টি অর্ধ শতরান। সেমিফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ১১২ রানের ইনিংস দলকে ফাইনালে নিয়ে গিয়েছিল। এহেন তরুণ সুদীপ এবার সিএবি-র বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পাচ্ছেন।
আরও পড়ুন: ৩২৭ দিন পর বুমরাহের দুরন্ত কামব্যাক, আইরিশদের বিরুদ্ধে ডাক-ওয়ার্থ লুইস নিয়মে জিতল ভারত
এদিকে সুদীপের মতোই বাইশ গজে বুক চিতিয়ে লড়াই করেছেন আকাশ। সেরা বোলারদের তালিকায় সাত নম্বরে রয়েছেন বঙ্গ পেসার। ১০ ম্যাচে নিয়েছেন ৪১ উইকেট। ইনিংসে সেরা পারফরম্যান্স ৪২ রানে ৫ উইকেট। এদিকে ম্যাচে তাঁর সেরা পরিসংখ্যান ১১২ রানে ১০ উইকেট। গত রঞ্জি মরসুমে দু’বার ম্যাচে ৪ উইকেট ও ৩বার ৫ উইকেট করে নিয়েছেন এই জোরে বোলার। স্বভাবতই এবারের সিএবি-র বর্ষসেরা বোলার পুরস্কার পাচ্ছেন।