shono
Advertisement

বিশ্ব মঞ্চে সোনা জিতে নজির ১০১ বছরের ভারতীয় বৃদ্ধার

তাঁর রেকর্ডে মাথা উঁচু হল ১৩০ কোটি ভারতবাসীর৷ The post বিশ্ব মঞ্চে সোনা জিতে নজির ১০১ বছরের ভারতীয় বৃদ্ধার appeared first on Sangbad Pratidin.
Posted: 04:42 PM Apr 24, 2017Updated: 11:12 AM Apr 24, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স তো সংখ্যা মাত্র৷ সে কথা আগেও প্রমাণ করেছেন তিনি৷ এবারও দুনিয়াকে চমকে দিয়ে নয়া নজির গড়লেন মন কৌর৷ সোমবার অকল্যান্ডে ওয়ার্ল্ড মাস্টার্স গেমসের ১০০ মিটার দৌড়ে সোনা জিতলেন পাঞ্জাবি বৃদ্ধা৷ জানেন কোন বয়সে এমন কীর্তি করে দেখালেন তিনি? ১০১ বছরে৷ তাঁর ঝুলিতে এখন ১৭টি সোনার পদক৷

Advertisement

বয়সে সেঞ্চুরি হাঁকিয়ে সময়কে হার মানিয়েছেন তিনি৷ আর আত্মবিশ্বাস এবং একাগ্রতা দিয়ে জয় করেছেন প্রতিকূলতাকে৷ ২০০৯ সালে বিশ্বের দ্রুততম ব্যক্তি উসেইন বোল্ট ১০০ মিটারের ট্র্যাকে ইতিহাস তৈরি করেছিলেন৷ মাত্র ৯.৫৮ সেকেন্ডে দৌড় শেষ করেছিলেন৷ আর এদিন নিউজিল্যান্ডে ১০১ বছরের ‘তরুণী’ সময় নিলেন ১ মিনিট ১৪ সেকেন্ড৷ জামাইকান স্প্রিন্টারের থেকে ৬৪.৪২ সেকেন্ড বেশি৷ তাঁর বয়সে যা সত্যিই বিস্ময়কর৷

[নাইটদের কাছে শোচনীয় হার, সোশ্যাল মিডিয়ায় খোরাক কোহলিরা]

মজার ব্যাপার হল, এই ইভেন্টে তিনিই ছিলেন প্রবীণতম প্রতিযোগী৷ অর্থাৎ ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নিজের থেকে কম বয়সিদের পিছনে ফেলে দিলেন তিনি৷ তবে কি এবার বুট জোড়া তুলে রাখার পালা? একেবারেই নয়৷ আরও অনেক রেকর্ড গড়া তো বাকি! তেমনটাই বলছেন মন কৌর৷ তাঁর কথায়, “আমি ফের প্রতিযোগিতায় নামব৷ এত তাড়াতাড়ি হাল ছাড়ব না৷ থামার কোনও প্রশ্নই উঠছে না৷”

101-year-old Man Kaur wins 100 metres sprint at the World Masters Games in Auckland – earning her 17th gold medal https://t.co/KWahJevO7r pic.twitter.com/xfemuQdtLM

— AFP news agency (@AFP) April 24, 2017

এর আগে আমেরিকার মাস্টার্স গেমের ট্র্যাকে ১০০ মিটার দৌড়ে প্রথম হয়েছিলেন এই ভারতীয় বৃদ্ধা৷ সেবারও তিনিই ছিলেন প্রবীণতম প্রতিযোগী৷ তবে শুধু দৌড়েই নয়, শট পাট ও জ্যাভলিংয়েও সোনা জিতেছেন মন কৌর৷ এছাড়া আঞ্চলিক গেমসে ২০টিরও বেশি পদক রয়েছে তাঁর ঝুলিতে৷ ছেলে গৌরবের কথাতেই খেলাধুলো করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি৷ তখন তাঁর বয়স ৯৩৷ শতরান হাঁকিয়েও এখনও পুরোপুরি ফিট তিনি৷ নিয়ম মেনে খাওয়া-দাওয়া করেন৷ রোজ সকালে উঠে জগিং করেন এই বৃদ্ধা৷ আর সেই কারণেই এবার বিশ্ব দরবারে ইতিহাস গড়লেন তিনি৷ তাঁর এই কৃতিত্বকে কুর্নিশ জানাল গোটা বিশ্ব৷ তাঁর রেকর্ডে মাথা উঁচু হল ১৩০ কোটি ভারতবাসীর৷

[পাথর-গুলি ও আলোচনা একসঙ্গে চলতে পারে না: মেহবুবা মুফতি]

The post বিশ্ব মঞ্চে সোনা জিতে নজির ১০১ বছরের ভারতীয় বৃদ্ধার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার