সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স তো সংখ্যা মাত্র৷ সে কথা আগেও প্রমাণ করেছেন তিনি৷ এবারও দুনিয়াকে চমকে দিয়ে নয়া নজির গড়লেন মন কৌর৷ সোমবার অকল্যান্ডে ওয়ার্ল্ড মাস্টার্স গেমসের ১০০ মিটার দৌড়ে সোনা জিতলেন পাঞ্জাবি বৃদ্ধা৷ জানেন কোন বয়সে এমন কীর্তি করে দেখালেন তিনি? ১০১ বছরে৷ তাঁর ঝুলিতে এখন ১৭টি সোনার পদক৷
বয়সে সেঞ্চুরি হাঁকিয়ে সময়কে হার মানিয়েছেন তিনি৷ আর আত্মবিশ্বাস এবং একাগ্রতা দিয়ে জয় করেছেন প্রতিকূলতাকে৷ ২০০৯ সালে বিশ্বের দ্রুততম ব্যক্তি উসেইন বোল্ট ১০০ মিটারের ট্র্যাকে ইতিহাস তৈরি করেছিলেন৷ মাত্র ৯.৫৮ সেকেন্ডে দৌড় শেষ করেছিলেন৷ আর এদিন নিউজিল্যান্ডে ১০১ বছরের ‘তরুণী’ সময় নিলেন ১ মিনিট ১৪ সেকেন্ড৷ জামাইকান স্প্রিন্টারের থেকে ৬৪.৪২ সেকেন্ড বেশি৷ তাঁর বয়সে যা সত্যিই বিস্ময়কর৷
[নাইটদের কাছে শোচনীয় হার, সোশ্যাল মিডিয়ায় খোরাক কোহলিরা]
মজার ব্যাপার হল, এই ইভেন্টে তিনিই ছিলেন প্রবীণতম প্রতিযোগী৷ অর্থাৎ ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নিজের থেকে কম বয়সিদের পিছনে ফেলে দিলেন তিনি৷ তবে কি এবার বুট জোড়া তুলে রাখার পালা? একেবারেই নয়৷ আরও অনেক রেকর্ড গড়া তো বাকি! তেমনটাই বলছেন মন কৌর৷ তাঁর কথায়, “আমি ফের প্রতিযোগিতায় নামব৷ এত তাড়াতাড়ি হাল ছাড়ব না৷ থামার কোনও প্রশ্নই উঠছে না৷”
101-year-old Man Kaur wins 100 metres sprint at the World Masters Games in Auckland – earning her 17th gold medal https://t.co/KWahJevO7r pic.twitter.com/xfemuQdtLM
— AFP news agency (@AFP) April 24, 2017
এর আগে আমেরিকার মাস্টার্স গেমের ট্র্যাকে ১০০ মিটার দৌড়ে প্রথম হয়েছিলেন এই ভারতীয় বৃদ্ধা৷ সেবারও তিনিই ছিলেন প্রবীণতম প্রতিযোগী৷ তবে শুধু দৌড়েই নয়, শট পাট ও জ্যাভলিংয়েও সোনা জিতেছেন মন কৌর৷ এছাড়া আঞ্চলিক গেমসে ২০টিরও বেশি পদক রয়েছে তাঁর ঝুলিতে৷ ছেলে গৌরবের কথাতেই খেলাধুলো করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি৷ তখন তাঁর বয়স ৯৩৷ শতরান হাঁকিয়েও এখনও পুরোপুরি ফিট তিনি৷ নিয়ম মেনে খাওয়া-দাওয়া করেন৷ রোজ সকালে উঠে জগিং করেন এই বৃদ্ধা৷ আর সেই কারণেই এবার বিশ্ব দরবারে ইতিহাস গড়লেন তিনি৷ তাঁর এই কৃতিত্বকে কুর্নিশ জানাল গোটা বিশ্ব৷ তাঁর রেকর্ডে মাথা উঁচু হল ১৩০ কোটি ভারতবাসীর৷
[পাথর-গুলি ও আলোচনা একসঙ্গে চলতে পারে না: মেহবুবা মুফতি]
The post বিশ্ব মঞ্চে সোনা জিতে নজির ১০১ বছরের ভারতীয় বৃদ্ধার appeared first on Sangbad Pratidin.