shono
Advertisement

Breaking News

ফের নারীশক্তির জয়, কমনওয়েলথে সোনা জিতে নজির ভিনেশ-মনিকার

বাইশ গজে নামার আগেই চওড়া হাসি নাইট নেতা কার্তিকের মুখে৷ The post ফের নারীশক্তির জয়, কমনওয়েলথে সোনা জিতে নজির ভিনেশ-মনিকার appeared first on Sangbad Pratidin.
Posted: 03:17 PM Apr 14, 2018Updated: 06:00 PM Jul 13, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোল্ড কোস্টের মঞ্চে রোজই সোনা ফলাচ্ছেন ভারতীয় অ্যাথলিটরা৷ কিন্তু গেমসের দশম দিনে ভারতীয়দের সাফল্য আকাশ ছুঁল৷ সকাল থেকেই দেশবাসীর মুখে হাসি ফুটিয়েছেন মেরি কম, সঞ্জীব রাজপুত, সুমিত মালিকরা৷ বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করল পদক সংখ্যাও৷ ভারতের ঝুলিতে ব্রোঞ্জ, রুপো তো এলই, সঙ্গে সোনা জিতে ইতিহাস গড়লেন দুই ভারতীয় নারী৷

Advertisement

[বক্সিংয়ে সোনা আনলেন মেরি কম-গৌরব, শুটিংয়ে সঞ্জীব রাজপুত]

কুস্তিতে মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইল বিভাগের তিনটি লিগ ম্যাচ জিতে সোনা ঘরে তুললেন ভিনেশ ফোগাট৷ ২০১০ কমনওয়েলথের মঞ্চে প্রথম মহিলা হিসেবে সোনা জিতে নজির গড়েছিলেন দিদি গীতা ফোগাট৷ এবার গোল্ড কোস্টে মহিলা হিসেবে কুস্তিতে সোনার খাতা খুললেন বোন ভিনেশ৷ এর পাশাপাশি দেশকে গর্বিত করলেন আরেক মহিলা তারকা৷ তিনি প্যাডলার মনিকা বাত্রা৷ প্রথম ভারতীয় হিসেবে মহিলা সিঙ্গলসে দেশকে সোনা এনে দিলেন মনিকা৷ সিঙ্গাপুরের মেনজিউ ইউকে ৪-০ ব্যবধানে হারিয়ে সোনা ঝুলিতে ভরে রেকর্ড গড়লেন তিনি৷

অলিম্পিকের মঞ্চে কুস্তিতে তিনি ব্রোঞ্জ জিতে ইতিহাস তৈরি করেছিলেন৷ কমনওয়েলথেও ব্রোঞ্জ পেলেন সেই সাক্ষী মালিক৷ এদিন ৬২ কেজি বিভাগে পদক নিশ্চিত করেন তিনি৷ এদিকে পুরুষদের ৮৬ কেজি বিভাগে ব্রোঞ্জ পেলেন ভারতীয় কুস্তিগির সোমবীর৷ কুস্তির মঞ্চের পাশাপাশি এদিন জ্যাভলিন থ্রোয়িংয়েও ভারতীয়দের সফর হল সোনালী৷ সোনার পদক পেলেন নীরজ চোপড়া৷ চলতি গেমসে ব্যাডমিন্টনেও বেশ সফল ভারত৷ সাইনা নেহওয়ালরা দলগতভাবে ইতিমধ্যেই সোনা ঘরে তুলেছেন৷ এদিন মহিলাদের ডাবলসে অস্ট্রেলিয়ার জুটিকে পরাস্ত করে ব্রোঞ্জ পকেটে পুরলেন ভারতীয় শাটলার অশ্বিনী পোনাপ্পা ও এন সিক্কি৷

[আসিফার পাশে দাঁড়িয়েও বিদ্রুপের শিকার সানিয়া, পালটা দিলেন তারকা]

তবে এসবের মধ্যেও এদিন বেশি নজর ছিল ভারতীয় স্কোয়াশের দিকে৷ শুক্রবার স্বামী দীনেশ কার্তিক সাংবাদিক বৈঠকে বলেছিলেন, শনিবার ঘরের মাঠে হায়দরাবাদের বিরুদ্ধে কঠিন লড়াই৷ তা সত্ত্বেও টিভির পর্দায় কমনওয়েলথের ম্যাচে নজর থাকবে তাঁর৷ স্ত্রী দীপিকা পাল্লিকেলের খেলা মিস করবেন না৷ বলা বাহুল্য, বাইশ গজে নামার আগেই চওড়া হাসি নাইট নেতার মুখে৷ কারণ অস্ট্রেলিয়াকে হারিয়ে মিক্সড স্কোয়াশ ডাবলসে রুপো ঝুলিতে ভরলেন দীপিকা ও তাঁর সঙ্গী সৌরভ ঘোষাল৷ বক্সিংয়ে ৭৫ কেজি বিভাগে সোনা ঘরে তুললেন বিকাশ কৃষ্ণণ৷  দশম দিনের শেষে ভারতের নামের পাশে কটি পদক সংখ্যা লেখা থাকে, সেদিকেই নজর ক্রীড়ামহলের৷

The post ফের নারীশক্তির জয়, কমনওয়েলথে সোনা জিতে নজির ভিনেশ-মনিকার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement