shono
Advertisement

চ্যাম্পিয়নস লিগ ড্র: গ্রুপ অফ ডেথে বার্সেলোনা, দেখে নিন চেলসি, রিয়ালদের প্রতিপক্ষ কারা

পুরনো দলের বিরুদ্ধে নামবেন রবার্ট লেওনডস্কি।
Posted: 03:22 PM Aug 26, 2022Updated: 03:44 PM Aug 26, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে গ্রুপ অব ডেথ। অন্যদিকে রবার্ট লেয়নডস্কি। দুই সমাপতনে চ্যাম্পিয়ন্স লিগের ‘সি’ গ্রুপ জমে গেল। বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে হয়ে গেল আগামী চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) ক্রীড়াসূচির ড্র। সেখানে সি গ্রুপকে সকলে গ্রুপ অব ডেথ বলতে দ্বিধা করছেন না। এই গ্রুপে থাকা দলগুলো হল–বার্সেলোনা (Barcelona), ইন্টার মিলান, বায়ার্ন মিউনিখ (Bayern Munich) ও প্লজেন। গ্রুপের তিনটে দলই চ্যাম্পিয়ন্স লিগ ঘরে নিয়ে গিয়েছে।

Advertisement

বার্সেলোনা, ইন্টার মিলান (Inter Milan) ও বায়ার্ন মিউনিখ মিলে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে মোট ১৪বার। যারমধ্যে সবচেয়ে বেশিবার ট্রফি ঘরে তুলেছে বায়ার্ন (৬)। তারপর বার্সেলোনা (৫)। ইন্টারের ট্রফি কেসে শোভা পাচ্ছে তিনটে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। এই গ্রুপের আর একটা তাৎপর্য হল রবার্ট লেওনডস্কি (Robert Lewandowski)। এই মরশুমে বায়ার্ন ছেড়ে লেওনডস্কি যোগ দিয়েছেন বার্সায়। এতদিন বায়ার্নের জয়ের পেছনে তাঁর মুখ্য ভূমিকা থাকত। অথচ এবার সেই লেওনডস্কিকে কিনা গ্রুপ লিগের খেলায় পুরনো দলের বিপক্ষে লড়াইতে নামতে হবে। জেতার জন্য খেলতে হবে বার্সার হয়ে।

[আরও পড়ুন: বাইরের চাপ নিয়ে বেশি ভাবার দরকার নেই, এশিয়া কাপের আগে রোহিতদের পরামর্শ সৌরভের]

একনজরে দেখে নেওয়া যাক চ্যাম্পিয়ন্স লিগের ক্রীড়াসূচির গ্রুপ বিভাজন।

গ্রুপ এ- আয়াখ আমস্টারডাম, লিভারপুল, নাপোলি, রেঞ্জার্স।
গ্রুপ বি- পোর্তো, অ‌্যাটলেটিকো মাদ্রিদ, লেভারকুসেন, ক্লাব ব্রুজ।
গ্রুপ সি- বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, ইন্টার মিলান ও প্লজেন।
গ্রুপ ডি- ফ্র‌াঙ্কফুর্ট, টটেনহ্যাম, স্পোর্টিং লিসবন, মার্সেই।
গ্রুপ ই- এসি মিলান, চেলসি, সালজবার্গ ও দিনামো জাগরেব।
গ্রুপ এফ- রিয়াল মাদ্রিদ, লিপজিগ, শাখতার ও সেল্টিক।
গ্রুপ জি- ম্যানচেস্টার সিটি, সেভিয়া, ডর্টমুন্ড, কোপেনহেগেন।
গ্রুপ এইচ- পিএসজি, জুভেন্তাস, বেনফিকা ও ম্যাকাবি হাইফা।

[আরও পড়ুন: ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় বিশেষভাবে সক্ষম পাকিস্তানি ভক্ত, অনুশীলন শেষে আবদার মেটালেন কোহলি]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement