shono
Advertisement

গালওয়ানে হামলাকারী সেনাকে মশালবাহক করার জের, শীতকালীন অলিম্পিক ‘বয়কট’ভারতের

আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং কানাডার রাষ্ট্রনায়করা আবার এই উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছেন।
Posted: 01:02 PM Feb 03, 2022Updated: 05:18 PM Feb 03, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেজিংয়ে শীতকালীন অলিম্পিক (Olympics) গেমসে রাজনীতির রং আগেই লেগে গিয়েছিল। এবার সেটা আরও প্রকট হল। ২০২০ সালে ভারতের গালওয়ান সীমান্তে হামলাকারী এক সেনা জওয়ানকে শীতকালীন অলিম্পিকের মশাল বাহকের মর্যাদা দিল চিন। ক্রীড়াবিদদের পরিবর্তে অন্য দেশের উপর হামলাকারী এক সেনা জওয়ানকে কেন অলিম্পিকের মশাল বাহক করা হল, সেটা নিয়ে প্রশ্ন তুলছে গোটা বিশ্ব। এর প্রতিবাদে ভারত জানিয়ে দিল, শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠানে থাকবেন না দেশের কোনও প্রতিনিধি। 

Advertisement

শুক্রবার চিনে শীতকালীন অলিম্পিকের উদ্বোধন হতে চলেছে। যা চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। দু’দিন আগে থেকেই শীতকালীন অলিম্পিকের ওই মশাল দৌড় চলছে। ঐতিহ্যবাহী শিখা হাতে নিয়ে প্রথম দৌড় শুরু করেন চিনের বাস্কেটবল কিংবদন্তি এবং অলিম্পিয়ান ইয়াও মিং। তিন দিন ধরে এই মশাল দৌড় চলবে। বুধবার এক চিনা সেনার হাতে মশালের একটি ছবি প্রকাশিত হয়েছে। চিনের সরকারি সংবাদমাধ্যম ‘গ্লোবাল টাইমস’ (Global Times) জানিয়েছে, পিপলস লিবারেশন আর্মির ওই সেনা জওয়ান ২০২০-র ১৫ জুন ভারতের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছিলেন। তিনি শীতকালীন অলিম্পিকের মশাল হাতে নেন চিনের চার বারের স্পিড স্কেটিং চ্যাম্পিয়ন ওয়াং মেংয়ের হাত থেকে।

[আরও পড়ুন: অনন্য সম্মান শ্রীজেশের, বিশ্বমঞ্চে বর্ষসেরা পুরস্কার পেলেন ভারতের হকি দলের গোলকিপার]

এই ছবি প্রকাশ্যে আসতেই শীতকালীন অলিম্পিকের মধ্যে রাজনীতি ঢোকানোর অভিযোগে সরব হয়েছে আমেরিকা। মার্কিন সেনেটের (US Sennete) আন্তর্জাতিক সম্পর্ক কমিটির সদস্য জিম রিশ বলছেন,”বেজিং যেভাবে অন্য দেশে আক্রমণকারী একজন সেনা জওয়ানকে অলিম্পিকের মশালবাহক হিসাবে বেছে নিয়েছে সেটা লজ্জাজনক। এই সেনাই উইঘুরদের গণহত্যাই অভিযুক্ত। আমেরিকা সবসময় ভারতের সার্বভৌমত্ব এবং উইঘুরদের মানবাধিকারের পক্ষে থাকবে।”

[আরও পড়ুন: কাশ্মীর থেকে বেজিং! শীতকালীন অলিম্পিকে দেশের একমাত্র প্রতিনিধি আরিফ]

আমেরিকার প্রতিক্রিয়ার পরই ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়ে দিলেন, দুর্ভাগ্যজনকভাবে চিন খেলা নিয়েও রাজনীতি করছে। আর তার জন্যই শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠানে থাকছে না ভারত। প্রসঙ্গত, শুক্রবার শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, পাক প্রধানমন্ত্রী ইমরান খান। অন্যদিকে, আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং কানাডার রাষ্ট্রনায়করা আবার এই উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছেন। 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement