সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কমনওয়েলথ গেমসের ভারতের ‘সোনার দৌড়’ অব্যাহত। সোমবার ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে সোনা জিতলেন ভারতের জিতু রাই। এই ইভেন্টে নয়া গেমস রেকর্ড গড়েছেন তিনি। ১০ মিটার এয়ার পিস্তল ব্রোঞ্জও এল ভারতের ঝুলিতে। পদক জিতলেন ওমপ্রকাশ মিথারভাল। অন্যদিকে মহিলাদের এয়ার রাইফেলসে রুপো পেলেন বাংলার মেহুলি ঘোষ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী ক্রীড়াবিদদের টুইটারে তাঁর শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীও।
[ফের নারীশক্তির জয়, ইতিহাস গড়ে ভারতকে সপ্তম সোনা এনে দিলেন মহিলা অ্যাথলিটরা]
অলিম্পিকের সঙ্গে কোনও তুলনা চলে না। তবে আন্তর্জাতিক খেলাধূলার কমনওয়েলথ গেমসের গুরুত্বও কম হয়। ক্রীড়া বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ইভেন্ট এটি। অলিম্পিকের মতোই চার বছর অন্তর কমনওয়েলথ গেমসের আসর বসে। এই প্রতিযোগিতায় অংশ নেন কমনওয়েলথভুক্ত দেশের ক্রীড়াবিদরা। এবছর কমনওয়েলথ গেমস হচ্ছে অস্ট্রেলিয়ার গোল্ডকোস্ট শহরে। নজর কাড়ছেন ভারতীয়রা। কমনওয়েলথ গেমসে ভারত আটটি সোনা জিতে ফেলেছে। সোমবার অস্টম সোনাটি এল ১০ মিটার এয়ার পিস্তল বিভাগ থেকে। নয়া গেমস রেকর্ড গড়ে সেরা হলেন জিতু রাই। তাঁর স্কোর ২৩৫.১। একই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন ভারতেরই ওমপ্রকাশ মিথারভাল।
[কমনওয়েলথে সোনা ১৬ বছরের মিনু ভাকরের, রূপো হিনার]
প্রথমবার কমনওয়েলথ গেমসে নেমে রুপো জিতে নিল বাংলার মেহুলি ঘোষও। বরং বলা ভাল, মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলসে অল্পের জন্য সোনা হাতাছাড়া হল তার। হাড্ডাহাড্ডি লড়াইয়ে পর, শুটঅফে মেহুলিকে টেক্কা দিলেন ভেলোসো। রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল বাংলার কিশোরীকে। তবে কল্যাণীর ১৭ বছরের মেহুলি যে লড়াই করল, তা প্রশংসা কুড়িয়েছে ক্রীড়ামহলের। তার ইভেন্টেই ব্রোঞ্জ পেলেন ভারতের অপূর্বী চান্দেলা। এখনও পর্যন্ত কমনওয়েলথে ৮টি সোনা, ৪টি রূপো ও ৫টি ব্রোঞ্জ পদক জিতেছে ভারত। ১৭টি পদক জিতে তিন নম্বরে ভারতে। রবিবার সিঙ্গাপুরকে হারিয়ে সোনা জিতেছে ভারতের মহিলা টেবিল টেনিস দল। ফাইনালে উঠেছে পুরুষদের টেবিল টেনিস দলও।
[সোনা ফলাচ্ছেন ভারতীয় ভারোত্তোলকরা, ৮৫ কেজি বিভাগে বাজিমাত ভেঙ্কট রাগালার]
The post ভারতের হয়ে অষ্টম সোনা জিতলেন জিতু রাই, রুপো আনল বাংলার মেহুলি appeared first on Sangbad Pratidin.