সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘চিতে কি চাল, বাজ কি নজর, অউর বাজিরাও কি তালোয়ারে’ যেমন সন্দেহ করা যায় না, তেমনই প্রশ্নাতীত মাহির মগজাস্ত্র। ফের তার প্রমাণ মিলল মঙ্গলবারের প্লে অফের ম্যাচে। মাথিসা পাথিরানাকে দিয়ে বল করাতে মহেন্দ্র সিং ধোনি যা করলেন, তাতে তাজ্জব ক্রিকেট মহল! তবে তাঁর এহেন কাণ্ড নিয়ে শুরু হয়েছে বিতর্কও।
ব্যাপারটা ঠিক কী? গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কোয়ালিফায়ার ম্যাচে হার্দিকদের ইনিংসের ১৬তম ওভারের আগে বেশ খানিকক্ষণ ‘সময় নষ্ট’ করতে দেখা যায় ধোনিকে (MS Dhoni)। কারণ তিনি পাথিরানাকে দিয়ে বল করাতে চাইলেও আইসিসির নিয়মের গেরোয় তাঁকে আটকে দিচ্ছিলেন আম্পায়াররা। সেই ওভরে বল করার আগে প্রায় ৯ মিনিট মাঠের বাইরে ছিলেন পাথিরানা। আর বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার নিয়ম বলছে, কোনও খেলোয়াড় যদি ৮ মিনিটের বেশি মাঠের বাইরে থাকেন, তাহলে মাঠে ঢুকেই সঙ্গে সঙ্গে ব্যাট বা বল করতে পারেন না তিনি। আর তাই হিসেব মতো পাথিরানাকে ‘পেনাল্টি টাইমে’র পরই বল করার অনুমতি দেওয়া যেত। এহেন পরিস্থিতিতে নিজের তীক্ষ্ণ বুদ্ধি প্রয়োগ করে ম্যাচের রাশ নিজের হাতেই রাখলেন ধোনি। মিনিট চারেক আম্পায়রদের সঙ্গে ‘গল্প’ করে ‘পেনাল্টি টাইম’ নষ্ট করে পাথিরানাকে দিয়েই বল করান ধোনি।
[আরও পড়ুন: শুটিং চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত জনপ্রিয় অভিনেতা নীতেশ পাণ্ডে]
খেলা চলাকালীন কোনও বোলারকে দিয়ে বল করানোর জন্য যে এভাবেও পরিকল্পনা করা যেতে পারে, তা ধোনি ছাড়া আর কেউ পারবেন কি না, সন্দেহ। এর জন্য শেষ ওভারে ‘ফিল্ডিং পেনাল্টি’ হজম করতেও দ্বিধা করেননি তিনি। তবে তাঁর এহেন সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। খেলার মাঝে এভাবে সময় নষ্ট করা যায় কি না, তা নিয়েই উঠেছে প্রশ্ন। সুনীল গাভাসকরও এই নিয়ে প্রশ্ন তোলেন। পরে বিজয় শংকর স্পষ্টই জানিয়ে দেন যে পাথিরানাকে দিয়ে বল করানোর জন্যই ধোনি মাঠে ৪ মিনিট সময় নষ্ট করেন। এবার দেখার এ নিয়ে আম্পায়রদের তরফে কোনও পদক্ষেপ করা হয় কি না।
উল্লেখ্য়, রেকর্ড দশমবার আইপিএলের ফাইনালে পৌঁছলো সিএসকে। গুজরাটকে হারিয়ে প্লে অফের প্রথম কোয়ালিফায়ারে ৭টি ম্যাচই অপরাজিত থাকার রেকর্ডও ধোনির দলের ঝুলিতে।