shono
Advertisement

ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট বয়কটের ডাক ইংল্যান্ডের সংবাদমাধ্যমে, কিন্তু কেন?

হায়দরাবাদে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট।
Posted: 01:12 PM Jan 24, 2024Updated: 01:13 PM Jan 24, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিসা না পাওয়ায় ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলা হচ্ছে না ইংল্যান্ডের ২০ বছর বয়সি স্পিনার শোয়েব বশিরের (Shoaib Bashir)। পাকিস্তানি বংশোদ্ভূত এই ক্রিকেটারের ভিসা নিয়ে সমস্যা দেখা দেওয়ায় ইংল্যান্ডেই ফিরে গিয়েছেন। ভিসা সমস্যায় প্রথম টেস্টে বশির নামতে না পারায় হতাশ ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস।
ভারত ভিসা না দেওয়ায় ক্ষিপ্ত বিলেতের মিডিয়া। তারা ক্ষোভ প্রকাশ করেছে কড়া ভাষায়। দ্য টেলিগ্রাফ লিখেছে, ”শোয়েব বশিরের সঙ্গে নির্লজ্জ ভাবে যা করা হয়েছে, তার জন্য ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলাই উচিত নয় ইংল্যান্ডের।” 

Advertisement

[আরও পড়ুন: ‘রামচন্দ্র’ই পেলেন না রামলালার দর্শন! অযোধ্যা গিয়েও হতাশ অরুণ গোভিল]

ডেইলি মেইলে লেখা হয়েছে, ”ইংল্যান্ডের স্পিনারকে দেশে ঢুকতে দেয়নি ভারত।” ক্রিকেটভক্তদের হয়ে মেইল স্পোর্টস বলছে, ”হাও ডেয়ার ইউ।” স্কাই নিউজ আবার লিখেছে, ”ভিসা না পাওয়ায় শোয়েব বশির ইংল্যান্ডে ফিরে এসেছে। বেন স্টোকস গোটা ঘটনায় হতাশ।” দ্য সানে লেখা হয়েছে, ”এটা ক্রিকেট নয়। প্রথম টেস্টের প্রাক্কালে বশিরকে ভিসা না দিয়ে ভারত লজ্জার এক ইতিহাস তৈরি করল।”
দ্য গার্ডিয়ান লিখেছে, ”শোয়েব বশির ইংল্যান্ডে ফিরে এসেছে। ভিসা পেতে দেরি হওয়ায় ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে নামতে পারছেন না ইংল্যান্ডের স্পিনার।” 

ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস হতাশা গোপন করেননি। বলেছেন, ”আমরা ডিসেম্বরের মাঝামাঝিতে স্কোয়াড ঘোষণা করেছি। আর বশির এখন ভারতে ঢোকার ভিসা পাচ্ছে না। আমি খুবই হতাশ। ইংল্যান্ড দলে প্রথমবার সুযোগ পেয়ে এরকম ধরনের অভিজ্ঞতা কাম্য নয়।” স্টোকস আরও জানান, কেবল শোয়েব বশির নন, অনেকের সঙ্গেই তিনি খেলেছেন, যারা এই পরিস্থিতির মধ্য দিয়ে অতীতে গিয়েছে। ভিসা সমস্যার জন্য কোনও ক্রিকেটার খেলতে পারছে না এটা অত্যন্ত হতাশার।

[আরও পড়ুন: কেষ্টতেই ভরসা! অনুব্রতর পদ্ধতিতেই বীরভূমে সংগঠন পরিচালনার নির্দেশ মমতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement