shono
Advertisement

UEFA Nations League: পিছিয়ে পড়েও জয়, স্পেনকে হারিয়ে প্রথমবার নেশনস লিগ জিতল বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

ফ্রান্সের হয়ে গোলদাতা বেঞ্জিমা এবং এমবাপে।
Posted: 09:40 AM Oct 11, 2021Updated: 11:25 AM Oct 11, 2021

স্পেন: ১ (মিকেল ওয়ারজাবাল)
ফ্রান্স: ২ (বেঞ্জিমা, এমবাপে)

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সেরার শিরোপা উঠল ফ্রান্সের (France) মাথায়। উয়েফা নেশনস লিগ (UEFA Nations League) সাক্ষী থাকল ফরাসি বিপ্লবের। এমবাপে, বেঞ্জিমার গোলে স্পেনকে হারিয়ে টুর্নামেন্ট জিতল দিদিয়ের দেঁশ-র দল। খেলার ফল ফ্রান্সের পক্ষে ২-১। স্পেনের হয়ে একমাত্র গোল মিকেল ওয়ারজাবালের।

 

২০১৮ সালে বিশ্বকাপজয়ী ফ্রান্সকে ঘিরে চলতি বছরে আয়োজিত ইউরো কাপে প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে। কিন্তু প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি ফরাসি ব্রিগেড। উলটে ড্রেসিংরুমের অন্দরের ঝামেলা প্রকাশ্যে চলে এসেছিল। এমনকী এমবাপেও একাধিকবার বিতর্কে জড়িয়েছিলেন। আর টুর্নামেন্টের প্রি-কোয়ার্টারে অপেক্ষাকৃত দুর্বল সুইজারল্যান্ডের কাছে টাইব্রেকারে হেরে গিয়েছিলেন বিশ্বচ্যাম্পিয়নরা। সেখান থেকেই এবার নেশনস লিগে চ্যাম্পিয়ন দিদিয়ের দেঁশ-র দল।

[আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপে বিজয়ী দল কত টাকা পুরস্কার পাবে? জানিয়ে দিল আইসিসি]

রবিবার রাতে ইতালির সান সিরোতে মিকেল স্পেনকে এগিয়ে দিয়েছিলেন। কিন্তু চমৎকার গোলে সমতা ফেরান করিম বেঞ্জিমা। ম্যাচের ৮০ মিনিটে ফ্রান্সের হয়ে জয়সূচক গোলটি করেন কিলিয়ান এমবাপে। এদিন ম্যাচের প্রথমার্ধে দুই দল গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই মিকেলের গোলে এগিয়ে যায় স্পেন। সের্জিও বুসকেতসের পাস ধরে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের শটে গোল করেন রিয়েল সোসিদাদের এই ফরোয়ার্ড। তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি স্পেন।  ৬৬ মিনিটে বেঞ্জিমা গোল করে ফ্রান্সকে সমতায় ফেরান। বক্সের বাঁ-দিক থেকে নেওয়া রিয়াল তারকার জোরাল শট রুখতে ব্যর্থ হন স্পেনের গোলরক্ষক।

এরপর ৮০ মিনিটে এমবাপের গোলে জয় নিশ্চিত করে ফ্রান্স। হার্নান্ডেজের থেকে বল পেয়ে ডিফেন্ডারদের বোকা বানিয়ে ডি-বক্স থেকে প্রতিপক্ষের জাল খুঁজে নেন পিএসজির এই ফরোয়ার্ড। তবে গোলটি অফসাইড হয়েছে বলে দাবি করতে থাকেন স্পেনের খেলোয়াড়রা। কিন্তু রেফারি গোলটিকে বৈধ বলে জানিয়ে দেন। আর এই ফলাফলেই শেষপর্যন্ত চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। সেই সঙ্গে প্রথমবারের মতো নেশনস লিগ জয়ের স্বাদ পায় বিশ্বচ্যাম্পিয়নরা। একটি অ্যাসিস্ট ও একটি গোল করে ম্যাচের সেরার পুরস্কার পান রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড বেঞ্জিমা। এর আগে তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে হারায় ইটালি। উল্লেখ্য, ২০১৯ সালে প্রথমবার আয়োজিত হওয়া উয়েফা নেশনস লিগ জিতেছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল।

[আরও পড়ুন: বিপাকে নাইট রাইডার্স, প্লে-অফের আগেই শিবির ছাড়ছেন শাকিব আল হাসান!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement