shono
Advertisement

ঘরের মাঠেই বিপর্যস্ত রিয়াল, এল ক্লাসিকো জিতে লা লিগা প্রায় নিশ্চিত বার্সেলোনার

হাড্ডাহাড্ডি ম্যাচে রেফারিং নিয়ে প্রশ্ন তুলছে রিয়াল শিবির।
Posted: 11:07 AM Mar 20, 2023Updated: 11:07 AM Mar 20, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৮ সালের পর ফের লা লিগা জয়ের পথে বার্সেলোনা (Barcelona)। রিয়াল মাদ্রিদকে হাড্ডাহাড্ডি ম্যাচে হারিয়ে খেতাব জয় প্রায় নিশ্চিত করল স্প্যানিশ ক্লাবটি। রবিবার চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের (Real Madrid) ঘরের মাঠে নেমেই হাড্ডাহাড্ডি জয় পেল বার্সা। যদিও রেফারিং নিয়ে ম্যাচের পরেই প্রশ্ন তুলেছেন রিয়াল মাদ্রিদের ম্যানেজার কার্লোস আন্সেলোত্তি। তবে এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ বার্সা কোচ জাভি।

Advertisement

লা লিগার (La Liga) পয়েন্ট তালিকায় শীর্ষে থেকেই রবিবারের ম্যাচ খেলতে নেমেছিল বার্সেলোনা। এই ম্যাচে জয় না পেলে ট্রফির দৌড় শেষ হয়ে যাবে, সেই বিষয়টি মাথায় ছিল রিয়াল মাদ্রিদেরও। তবে শেষ হাসি হাসল কাটালান ক্লাবই। ২-১ গোলে জয় পেয়ে লিগের শীর্ষস্থান ধরে রাখল তারা। লিগে দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের সঙ্গে তাদের ১২ পয়েন্টের ব্যবধান।

[আরও পড়ুন: এবার ‘দেউলিয়া’ সুইস ব্যাংক, যৌথ বিবৃতিতে পরিস্থিতি সামালের আশ্বাস মার্কিন-ইউরোপীয় সংস্থার]

এল ক্লাসিকো ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করে দুই দল। ৯ মিনিটের মাথায় এগিয়ে রিয়াল মাদ্রিদ। দীর্ঘক্ষণ লিড ধরে রাখে তারা। একাধিক চেষ্টা সত্ত্বেও গোল করতে পারেনি বার্সা। তবে বিরতির ঠিক আগে সমতা ফেরান সের্গি রবার্তো। ১-১ ফলে ম্যাচের প্রথমার্ধ শেষ হয়।

আক্রমণ-প্রতিআক্রমণের লড়াইয়ে ম্যাচের দ্বিতিয়ার্ধও গোলশূন্য ছিল। সংযুক্ত সময়ে এসে দুরন্ত গোল করেন ফ্র্যাঙ্ক কেসি। তাঁর গোলেই জয় নিশ্চিত করে বার্সা। তবে এর মধ্যেই বিতর্ক শুরু হয়েছে ভার প্রযুক্তি নিয়ে। ম্যাচের ৮১ মিনিটে গোল করেন রিয়ালের মার্কো। কিন্তু অফসাইডের কারণে তাঁর গোল বাতিল হয়। ম্যাচের পরে রিয়ালের কোচ আন্সেলোত্তি সাফ জানিয়ে দেন, “১০০ শতাংশ অফসাইড ছিল না।” তবে বার্সার তরফে কোচ বলেন, “অবশ্যই অফসাইড ছিল। রেফারিং নিয়ে কোনও প্রশ্নই নেই।” 

[আরও পড়ুন: শুভেন্দুকে চাপে রাখতে নয়া কৌশল, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে চিঠি বঙ্গ বিজেপির বিরোধী গোষ্ঠীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement