রোনাল্ডোর গোল উদযাপন নকল করতে গিয়ে হাসপাতালে অনূর্ধ্ব ১৭ ফুটবলার, রইল ভিডিও

12:17 PM Mar 25, 2023 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) মতো গোল উদযাপন করতে গিয়ে হাসপাতালে যেতে হল ভিয়েতনামের তরুণ ফুটবলারকে।

Advertisement

গোলের পরে সিআর সেভেনের গোল উদযাপন বিখ্যাত। সিউউ সেলিব্রেশন বলা হয় এই উদযাপনকে। অনেকেই রোনাল্ডোর গোল উদযাপন অনুকরণ করে থাকেন। 

[আরও পড়ুন: ধোনি বল করছেন ধোনিকেই! অবাক করা দৃশ্য সিএসকে-র ভিডিওয়]

 

 

ভিয়েতনামের এক অনূর্ধ্ব ১৭ ফুটবলার রোনাল্ডোর মতো গোল উদযাপন করতে গিয়ে এমনই চোট পেয়ে বসলেন যে তাঁকে নিয়ে যেতে হল হাসপাতালে। ভিয়েতনামের একটি টুর্নামেন্টের ফাইনালে গোলের পরে সংশ্লিষ্ট ফুটবলারটি কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে সিউউ সেলিব্রেশন করেন। কিন্তু শূন্যে লাফ দিয়ে মাটিতে নামার সময়েই ঘটে গেল বিপর্যয়। স্প্যানিশ মিডিয়া মুন্দো ডিপোর্টিভোর খবর অনুযায়ী, মাটিতে ল্যান্ড করার সময়ে তাঁর বাঁ পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়।

Advertising
Advertising

 

প্রথমটায় সেই ফুটবলারটি বুঝতে পারেননি তাঁর চোট। কিন্তু হাঁটতে গিয়ে বুঝতে পারেন তাঁর চোট গভীর। স্ট্রেচারে করে তাঁকে বাইরে নিয়ে যাওয়া হয়। মাঠ থেকেই সেই ফুটবলারকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। 

[আরও পড়ুন: শচীনের একশো সেঞ্চুরির রেকর্ড কি ভাঙতে পারবেন কোহলি? শাস্ত্রী দিলেন মোক্ষম জবাব]

 

Advertisement
Next