সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪ মাসের জন্য নির্বাসিত আনোয়ার আলি। সদ্য ইস্টবেঙ্গলে সই করা ডিফেন্ডারকে আগামী ৪ মাসের জন্য খেলতে দেওয়া হবে না বলে সূত্রের খবর। নির্বাসনের পাশাপাশি মোটা অঙ্কের জরিমানা চাপানো হয়েছে তাঁর উপর। প্রাক্তন ক্লাব মোহনবাগানকে ১২ কোটি ৯০ লক্ষা টাকা জরিমানা দিতে হবে। তবে যৌথভাবে জরিমানার অঙ্ক দিতে হবে আনোয়ার, ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসিকে। আনোয়ারের পাশাপাশি বড়সড় শাস্তির মুখে ইস্টবেঙ্গলও। আগামী দুটি রেজিস্ট্রেশন পিরিয়ড থেকে কোনও নতুন ফুটবলার নিতে পারবে না লাল-হলুদ শিবির। সূত্রের খবর, ফেডারেশনের কঠিন পদক্ষেপের বিরুদ্ধে আবেদন জানাতে চলেছে ইস্টবেঙ্গল। চলছে আইনজীবীদের সঙ্গে পরামর্শ।
[আরও পড়ুন: ‘৫৬ ইঞ্চির ছাতি এখন ইতিহাস’, আমেরিকায় মোদিকে তোপ রাহুলের]
গত আগস্ট মাসে পাঁচ বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে সই করেছিলেন ভারতীয় দলের তারকা ডিফেন্ডার। তবে মোহনবাগানের সঙ্গে লোন চুক্তি বাতিল করে 'বেআইনিভাবে' ইস্টবেঙ্গলে সই করেছিলেন তিনি। সেই কারণে নির্বাসন বা জরিমানার আশঙ্কা ছিলই আনোয়ারের। মঙ্গলবার ফেডারেশনের তরফে সাফ জানিয়ে দেওয়া হল, মোহনবাগানের সঙ্গে চুক্তিভঙ্গের কারণে বড়সড় শাস্তি পেতে চলেছেন আনোয়ার। আগামী চার মাসের জন্য তিনি খেলতে পারবেন না। অর্থাৎ বিরাট অঙ্কের চুক্তিতে সই করিয়েও আইএসএলের অধিকাংশ সময়েই আনোয়ারকে খেলাতে পারবে না ইস্টবেঙ্গল। তবে শাস্তির বিরুদ্ধে ফিফায় আবেদন করতে পারেন আনোয়ার।
পাশাপাশি চুক্তিভঙ্গের কারণে মোহনবাগানকে বিরাট অঙ্কের জরিমানাও দিতে হবে। তিন পক্ষ মিলিতভাবে ১২ কোটি ৯০ লক্ষ টাকা জরিমানা দেবে বলে নির্দেশ দিয়েছে ফেডারেশন। যেহেতু দিল্লি এফসি থেকে লোনে মোহনবাগানে যোগ দিয়েছিলেন আনোয়ার, তাই শাস্তির আওতায় পড়েছে রঞ্জিত বাজাজের ক্লাবও। ইস্টবেঙ্গলের মতোই আগামী দুটি রেজিস্ট্রেশন পিরিয়ড থেকে নতুন ফুটবলারদের দলে নিতে পারবে না দিল্লি। তবে ফেডারেশনের এই কড়া শাস্তির বিরুদ্ধে পদক্ষেপ করতে চলেছে ইস্টবেঙ্গল। লাল-হলুদ সূত্রে খবর, আইনজীবীদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। ফেডারেশনে আবেদন করা হবে নাকি সরাসরি আইনি লড়াই হবে আদালতে, সেই নিয়ে ভাবনাচিন্তা করছে ইস্টবেঙ্গল।
[আরও পড়ুন: রাঁচির হাসপাতালের লিফটে মহিলা ডাক্তারের শ্লীলতাহানি! গ্রেপ্তার অভিযুক্ত]