shono
Advertisement

Breaking News

চিনের দাবাড়ুকে হারিয়ে দেশের সেরা প্রজ্ঞা, সিংহাসনচ্যুত আনন্দ

প্রজ্ঞার সাফল্যে অভিনন্দন জানালেন গৌতম আদানি।
Posted: 11:08 AM Jan 17, 2024Updated: 11:08 AM Jan 17, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নজির গড়লেন গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ (R Praggnanandhaa)। ভারতের বর্ষীয়ান দাবাড়ু বিশ্বনাথন আনন্দকে (Viswanathan Anand) টপকে প্রথমবার দেশের একনম্বর দাবাড়ু হলেন তিনি।
টাটা স্টিল মাস্টার্স টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে চিনের ডিং লিরেনকে হারিয়ে এই নজির গড়েন রমেশবাবু প্রজ্ঞানন্দ। প্রজ্ঞার এই দুর্দান্ত সাফল্যের পরে অভিনন্দন জানিয়েছেন গৌতম আদানি। ভারতের একনম্বর দাবাড়ুর উদ্দেশে গৌতম আদানি লিখেছেন, ”তোমার দুর্দান্ত এই পারফরম্যান্সে অসম্ভব গর্বিত। বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিরেনকে হারিয়ে প্রজ্ঞানন্দ দারুণ এক মুহূর্ত উপহার দিলে। ভারতের শীর্ষস্থানীয় দাবাড়ু এখন তুমিই। দেশের জন্য দারুণ গর্বের মুহূর্ত।”

Advertisement

 

[আরও পড়ুন: ইন্দোরের ট্রফিক পুলিশকে রোহিতের শুভেচ্ছাবার্তা, নিমেষে মন জিতল সবার]

 

রমেশবাবু প্রজ্ঞানন্দ এক বিস্ময় প্রতিভা। বিশ্বকাপ ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে ম্যাগনাস কার্লসেনের কাছে হার মেনেছিলেন রমেশ। তার পরে ১৪ বছরের ছোট প্রজ্ঞাকে ‘দানব’ বলেন নরওয়ের কার্লসেন। প্রজ্ঞার ম্যাজিক সমানে চলছে। এতদিন পর্যন্ত দেশের একনম্বর দাবাড়ুর সিংহাসন দখল করেছিলেন বিশ্বনাথন আনন্দ। এবার সেই জায়গা দখল করে নিলেন প্রজ্ঞানন্দ।

 

[আরও পড়ুন: ১৬ ছক্কায় ফিন অ্যালেনের বিশ্বরেকর্ড, কিউয়ি ঝড়ে উড়ে গেল পাকিস্তান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement