shono
Advertisement

Breaking News

জানেন, ফাইনালের আগে মিতালিদের কী বললেন বিরাটরা?

ইতিমধ্যেই বড় জয় হাসিল করে ফেলেছেন ভারতের ‘উইমেন ইন ব্লু’রা। The post জানেন, ফাইনালের আগে মিতালিদের কী বললেন বিরাটরা? appeared first on Sangbad Pratidin.
Posted: 07:33 AM Jul 23, 2017Updated: 06:15 PM Jul 13, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র কটাদিন আগের কথা। সাংবাদিক সম্মেলনে বসে মিতালি রাজকে শুনতে হযেছিল, পছন্দের প্রিয় ক্রিকেটার কে? সেদিন ঝাঁজিয়ে উঠেছিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। বলেছিলেন, কোনও পুরুষ ক্রিকেটারকে কি এই প্রশ্ন কখনও করেন সাংবাদিকরা? আজ আর তাঁকে সে কথা বলতে হবে না। এই তো মাত্র সেদিনও তাঁকে শুভেচ্ছা জানাতে গিয়ে ভুল করে বসলেন বিরাট কোহলি। কিন্তু আজ সময়ের কাঁটা বদলে গিয়েছে। আজ ভুলেও আর কেউ সে ভুল করবেন না। বিরাটরা যতই শ্রীলঙ্কায় গিয়ে বসে থাকুন, সারা দেশের নজর পড়ে আছে লর্ডসে। সারা দেশ তাকিয়ে আছে মিতালি-হরমনপ্রীত-ঝুলনদের দিকেই। আর তাই এবার ভারতীয় মহিলাদের জয়ের জন্য অকুণ্ঠ শুভেচ্ছা জানালেন ভারতীয় পুরুষ ক্রিকেটাররাও।

Advertisement

[ বিশ্বকাপ ফাইনালের আগে মিতালিদের নিয়ে এই ভবিষ্যদ্বাণীই করলেন সৌরভ ]

আসলে সচরাচর এরকম মুহূর্ত দেখা যায় না। ‘চাক দে ইন্ডিয়া’ রূপোলি পর্দার বাস্তবতা। মিথ্যে জেনেই মানুষ সে ‘সত্যি’কে বিশ্বাস করেছে। সাফল্য পেয়েছে সিনেমা, কিন্তু তাতে তো মনোভাব বদলায় না। শেষ বিচারে তাই মহিলাদের সাফল্য সেকেন্ডে ২৪ ফ্রেমের মিথ্যে হয়েই থেকে যায়। তবু কখনও কখনও ইতিহাস  বালিঘড়িটা উলটে দেয়। ঠিক যেমন রিও অলিম্পিকের সময় হয়েছিল। সিন্ধু-সাক্ষী-দীপাদের সাফল্যে ভারত নতুন করে চিনেছিল তার মেঘে ঢাকা তারা-দের। সেদিনের সাফল্যের জয়গানও অবশ্য স্তিমিত হয়েছে। আবার বঞ্চনার চেনা ইতিবৃত্ত। তবে সে সব এক ঝটকায় সরিয়ে দিয়েছেন মিতালিরা। বলা ভাল তাঁদের দুরন্ত পারফরম্যান্স। আজ ফাইনালের ফলাফল তাই যাই হোক না কেন, ইতিমধ্যেই বড় জয় হাসিল করে ফেলেছেন ভারতের ‘উইমেন ইন ব্লু’রা।

যদিও বাস্তবের মাটিতেও আজ জয় ছাড়া অন্য কিছুই ভাবছেন না কেউ। না মিতালিরা, না বিরাটরা। আর তাই ভারতীয় মহিলাদের জয়ের জন্য ঝাঁপিয়ে পড়তেই বললেন বিরাটরা। শুভেচ্ছা জানালেন। গোটা ভারতীয় পুরুষ দল যে কায়মনোবাক্যে তাঁদের জয় প্রার্থনা করছেন, এমনটাই ভিডিও বার্তায় জানালেন তাঁরা।

এদিকে সকাল হতে না হতেই গুরুদ্বারে পৌঁছেছেন হরমনপ্রীত কৌরের বাবা। মেয়ের ব্যাটের জোরেই সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মতো শক্ত গাঁট পেরতে পেরেছেন ঝুলনরা। যদিও তাঁর চোট নিয়ে সামান্য চিন্তার ভাঁজ মিতালির কপালে। তবু মেয়ের সাফল্য ও দলের সাফল্যের প্রার্থনায় ঈশ্বরের শরণাপন্নই হয়েছেন তিনি। তবে শুধু হরমনপ্রীতের বাবা কেন, সারা দেশের মানুষই আর তাঁদের প্রিয় এগারো মেয়ের সাফল্য কামনায় প্রার্থনা করছে। চলছে দিকে দিকে যজ্ঞ। যে দেশে কন্যাভ্রূণ হত্যা থেকে ধর্ষণ নৈমিত্তিক ঘটনা মাত্র- সেখানে এ ছবি যে রেয়ার অফ দ্য রেয়ারেস্ট, তা লেখাই বাহুল্য।

The post জানেন, ফাইনালের আগে মিতালিদের কী বললেন বিরাটরা? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার